রাজ্য

আমেরিকা থেকে ফিরতেই পার্থর জামাইকে জেরা ইডি-র, বয়ানে অসঙ্গতি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kalyanmoy Bhattacharya : আমেরিকা থেকে ফিরতেই পার্থর জামাইকে জেরা ইডি-র, বয়ানে অসঙ্গতি - West Bengal News 24
কল্যাণময় ভট্টাচার্য

এসএসসি দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বর্তমানে জেলই ঠিকানা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এবার তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্যকে জেরা করল ইডি৷ সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তাঁকে দীর্ঘ জেরা করেন ইডি কর্তারা৷ কিন্ত পার্থর জামাইয়ের উত্তরে সন্তুষ্ট নন ইডি আধিকারিকরা৷ তাঁকে যে সব নথি নিয়ে আসতে বলা হয়েছিল, তাও সব আনেননি বলে ইডি সূত্রে খবর৷ গত ২৩ আগস্ট তাঁকে প্রথমবার তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আগে ২ বার নোটিস দেওয়া হলেও তিনি হাজিরা দেননি। পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী এবং জামাই কল্যাণময় এতদিন আমেরিকায় ছিলেন৷৷ কলকাতায় ফেরার পরই এদিন ইডির দফতরে পৌঁছন কল্যাণময়৷

আরও পড়ুন :: ১৬ মাসে ২১টি মামলা, রাজ্য সরকার ২০ কোটি ঢেলেছে : শুভেন্দু

প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে পশ্চিম মেদিনীপুরের পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে একটি বেসরকারি স্কুলের খোঁজ পায় ইডি৷ প্রায় ১৫ বিঘা জায়গার উপর গড়ে উঠেছে এই পাঁচতারা স্কুল। ওই স্কুলের চেয়ারম্যান কল্যাণময় ভট্টাচার্য৷ ইডি-র অভিযোগ, ওই অভিজাত স্কুল তৈরি করতে প্রায় ১৫ কোটি টাকা ব্যয় করা হয়েছিল৷

কিন্তু খাতায় কলমে খরচ দেখানো হয়েছে মাত্র সাড়ে চার কোটি টাকার মতো৷ এই স্কুলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন কল্যাণ ভট্টাচার্যের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী। ইডি তাঁর বাড়িতে গিয়েও বেশকিছু কাগজপত্র ও নথি সংগ্রহ করে। ইডি-র অনুমান, এসএসসি নিয়োগ দুর্নীতির টাকা ওই স্কুল তৈরিতে লাগানো হয়ে থাকতে পারে৷ ১৪ সেপ্টেম্বর ওই স্কুলে হানা দিয়ে তল্লাশি চালান ইডি কর্তারা৷

পিংলায় বি সি এম ইন্টারন্যাশনাল স্কুল তৈরির টাকার উৎস কী ? ইডির আধিকারিকরা মূলত সেই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন কল্যাণময়ের কাছে৷ এমনকী, এই সংক্রান্ত হিসেবের সপক্ষে প্রয়োজনীয় নথিও নিয়ে আসতে বলা হয়েছিল কল্যাণময়কে। কিন্ত প্রায় কিছুই তিনি আনেননি৷ এমনকী, তাঁর বয়ানেও অসঙ্গতি মিলেছে বলে অভিযোগ ইডি-র ৷

আরও পড়ুন ::

Back to top button