প্রযুক্তি

দ্বিতীয় স্বামীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে জেফ বেজোসের সাবেক স্ত্রীর

দ্বিতীয় স্বামীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে জেফ বেজোসের সাবেক স্ত্রীর - West Bengal News 24

এবার দ্বিতীয় স্বামীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের। বেজোসের সঙ্গে ছাড়াছাড়ির পর ড্যান জেওয়েট নামে একজন বিজ্ঞান শিক্ষককে বিয়ে করেন ম্যাকেঞ্জি। এখন জেওয়েটের সঙ্গেও ছাড়াছাড়ি করতে চাচ্ছেন তিনি। এরই মধ্যে ডিভোর্স ফাইল করেছেন ম্যাকেঞ্জি।

ওয়াশিংটন রাজ্যের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা একটি পিটিশনে ম্যাকেঞ্জি বলেন, আদালতকে আমাদের বিয়ে ভেঙে দিতে বলেছি। জানা গেছে, এই দম্পতির মধ্যে একটি চুক্তি রয়েছে যাতে বলা হয়েছে কীভাবে রিয়েল এস্টেট এবং অন্যান্য ব্যক্তিগত সম্পত্তি ভাগ করা হবে। সেখানে বলা হয়েছে, স্বামী সমর্থনের প্রয়োজন নেই।

উল্লেখ্য, জেফ বেজোসের সঙ্গে ২০১৯ সালে ছাড়াছাড়ি হয় ম্যাকেঞ্জির। এরপর ডিভোর্স বাবদ যে অর্থ পান তাতে বিশ্বের অন্যতম ধনী ও সবচেয়ে প্রভাবশালী জনদরদীদের একজন হয়ে ওঠেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে ম্যাকেঞ্জির সম্পদের পরিমাণ ২৮.৯ বিলিয়ন ডলার।

সূত্র : সিএনএন এবং দ্য নিউ ইয়র্ক টাইমস।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য