আন্তর্জাতিক

কাবুলে বিদ্যালয়ে আত্মঘাতী হামলা, নিহত ২৩

Afghanistan : কাবুলে বিদ্যালয়ে আত্মঘাতী হামলা, নিহত ২৩ - West Bengal News 24

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিদ্যালয়ে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর সিএনএন, এনডিটিভি।

কাবুল পুলিশে মুখপাত্র খালিদ জর্দান সিএনএনকে বলেন, কাজ নামের শিক্ষাকেন্দ্রে দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৩০ মিনেটে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। সেই সময় শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দিচ্ছিল।

আরও পড়ুন :: প্রকাশ্যে এল ব্রিটেনের রানির মৃত্যুর কারণ

স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, ঘটনাস্থল থেকে হতাহতের দেহ সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্দুল নাফি তাকোর টুইটারে জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছেছে। হামলার ধরন ও হতাহত সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।

তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button