Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

ডোবারম্যান তো মানুষ নয়, কুকুরই হয়!’ তাপসের জবাব দিলেন সুদীপ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ডোবারম্যান তো মানুষ নয়, কুকুরই হয়!' তাপসের জবাব দিলেন সুদীপ

ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এনে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়।  সম্প্রতি তাঁদের কটাক্ষ ও পাল্টা কটাক্ষের কারণে সরগরম বাংলার রাজনীতি। যার ঝাঁঝ উত্তরোত্তর বাড়ছে৷ তৃণমূলের দুই প্রবীণ বিধায়ক এবং সাংসদের কাদা ছোড়াছুড়িতে অস্বস্তিতে পড়েছে দল।

দুপুরে আক্রমণ শানিয়েছিলেন তাপস রায়৷ আর সন্ধে গড়াতেই তার পাল্টা আক্রমণ শানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি-র উত্তর কলকাতার নবনিযুক্ত সভাপতি তমোঘ্ন ঘোষের পরিবারের সঙ্গে সুদীপের ঘনিষ্ঠতার প্রসঙ্গ তুলে প্রথমে সরব হন তাপস৷ তিনি অভিযোগ করেন, তমোঘ্ন ঘোষের বাড়ির দুর্গা পুজোয় একই সঙ্গে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী৷

সুদীপ জবাবে বলেছিলেন, ‘হাতি চলে বাজার, কুত্তার ভোকে হাজার৷’ শুরু হয় পরস্পরকে বাক্যবানে বিদ্ধ করার পালা। ফের তাপস রায় পাল্টা বলেন, ‘আমি দুর্নীতিগ্রস্ত, হেফাজতে থাকা লোক নই৷ কোনও ব্ল্যাক স্পট নেই৷ আমরা সাদা হাতি, অনুৎপাদক নই৷ আমরা দলের ডোবারম্যান, গ্রে হাউন্ড, গ্রেট ডেন৷ তাই বিপদ দেখলেই আমরা দলকে সতর্ক করি। শত্রু দেখলে তেড়ে যাই৷’

আরও পড়ুন :: দোগাছির লক্ষ্মীপুজোর ভাসান মেলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সখ্যতার প্রসঙ্গ উল্লেখ করে শুক্রবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পরাশ্রয়ী, দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিবিআই তৎপরতা নিয়ে চুপ করে থাকেন, সেই প্রশ্নও তোলেন তাপস৷ যদিও সেই প্রশ্নের জবাব দিতেও দেরি করেননি সুদীপ।

এদিন সন্ধ্যায় উত্তর কলকাতায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হাজির হয়ে সুদীপ বলেন, ‘ডোবারম্যান তো আর মানুষ নয়, কুকুরই হয়৷ ১২ বছর ধরে সংসদীয় দলের নেতৃত্ব দিচ্ছি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আমিই সংসদীয় দলের নেতৃত্বে রয়েছি৷ কাজেই কার অনুমতি নিচ্ছি না নিচ্ছি, সেটা দল বুঝবে৷’

উল্লেখ্য, তাপস রায়কে সরিয়ে উত্তর কলকাতার তৃণমূলের সভাপতি করা হয় সুদীপকে৷ দলীয় সূত্রে খবর, তখন থেকেই দু’জনের মধ্যে শুরু হয় সংঘাত। দুই বর্ষীয়ান নেতা যেভাবে পরস্পরকে আক্রমণ করে চলেছেন, তা ক্রমেই তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এদের মুখে লাগাম পরাতে ইতিমধ্যে সক্রিয় হয়েছে দল৷ বুধবারই তাপস রায়ের বাড়িতে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ কিন্ত তার পরেও দুই নেতার কেউই পরস্পরকে আক্রমণের রাস্তা থেকে সরছেন না৷

আরও পড়ুন ::

Back to top button