রাজ্য

সায়গল হোসেনকে নিয়ে দিল্লি রওনা ইডির

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Saigal Hossain : সায়গল হোসেনকে নিয়ে দিল্লি রওনা ইডির - West Bengal News 24

গরুপাচার মামলায় সায়গল হোসেনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টে। ফলে দিল্লি নিয়ে গিয়ে তাঁকে জেরা করতে কোনও অসুবিধা রইল না ইডির। শুক্রবার দুপুরেই অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন ইডির আধিকারিকরা।

জানা গিয়েছে, দুপুর ৩টে নাগাদ আসানসোল জেল থেকে বের করা হয় সায়গলকে। পর্যাপ্ত নিরাপত্তার ঘেরাটোপেই তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন তাঁকে ছোট প্রিজন ভ্যানে করে আসানসোল স্টেশনের পথে রওনা করানো হয়। শিয়ালদহ-দিল্লি জলন্ধর এক্সপ্রেসে চাপিয়ে নিয়ে যাওয়া হয় সায়গলকে।

সূত্রের খবর, সায়গলের নিরাপত্তায় রয়েছে একজন সাব ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও ৫ সশস্ত্র পুলিশ কনস্টেবল।

বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট রায় দেয়, সায়গলকে কয়েকদিনের জন্য দিল্লি এনে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। তবে সায়গল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে তাঁর আর্জি খারিজ হয়ে যায়। এরপরই তাঁকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ইডি।

আরও পড়ুন ::

Back to top button