আন্তর্জাতিক

রাজার চেয়েও ধনী নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Rishi Sunak : রাজার চেয়েও ধনী নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী - West Bengal News 24

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত এ রাজনীতিবীদ বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চেয়েও বেশি ধনী।

গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঋষি সুনাকের পারিবারিক সম্পত্তির পরিমাণ ৭৩০ মিলিয়ন পাউন্ড। অন্যদিকে রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামেলিয়ার সম্পত্তির পরিমাণ ৩০০-৩৫০ মিলিয়ন পাউন্ড।

যুক্তরাজ্যের ইতিহাসে এবারই প্রথমবারের মতো এমন একজন প্রধানমন্ত্রী হলেন যে দেশটির রাজার চেয়েও বেশি ধনী।

স্ত্রী অক্ষতা মূর্তির বদৌলতেই এত সম্পত্তির মালিক ঋষি সুনাক ও তার পরিবার। অক্ষতা মূর্তির বাবা এন নারায়ণ মূর্তি (৭৫) প্রযুক্তি জায়ান্ট ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা।

ঋষি সুনাক এ বছরের শুরুতে প্রথম ফ্রন্টলাইন রাজনীতিবীদ হিসেবে সানডে টাইমসের সবচেয়ে ধনী ব্রিটিশ নাগরিকদের তালিকায় জায়গা করে নেন।

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ধনী প্রধানমন্ত্রীর ধনী হওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ‘মিশ্র’ প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন তিনি অত্যাধিক ধনী হওয়ায় অন্য সাধারণ মানুষের সমস্যাগুলো বুঝতে পারবেন না।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন ::

Back to top button