Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

এবার কি শীতের রেকর্ড দাপট বাংলায়? পূর্বাভাসে জানাল হাওয়া অফিস

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এবার কি শীতের রেকর্ড দাপট বাংলায়? পূর্বাভাসে জানাল হাওয়া অফিস

কয়েক মাস বৃষ্টির দাপট চালিয়েছে বাংলায়। এবার পুজো কাটতেই পারদ পতন। ইতিমধ্যেই জেলায় জেলায় শীতের আমেজ শুরু হয়েছে। ১০ বছরের রেকর্ড ভেঙে কলকাতায় শীতলতম অক্টোবরের শেষেই। বোঝাই যাচ্ছে এসি চালানোর দিন শেষ! ফ্যান বন্ধ, গায়ে চাদর টেনে নেওয়া সকালে বোঝা গেল স্বমহিমায় হাজির হেমন্ত।

আগামী কয়েক দিনও তাপমাত্রা একই থাকবে। সকালের দিকে মনোরম আবহাওয়া। উপকূলের কাছাকাছি ও পার্বত্য এলাকায় শিশির বা কুয়াশা হতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এ বছর কি তবে রেকর্ড পারদ পতন হতে চলেছে কলকাতায়? শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে বেশ ভাল ভাবেই। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ক্ষেত্রে সকালের দিকে হালকা শীতের আমেজ দেখা দেবে।

শনিবার থেকে রিটার্ন মনসুন বা উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বজায় থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়তে পারে। বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হবে। কিছুটা অস্বস্তি বাড়বে। আপাতত আগামী চার-পাঁচ দিন পশ্চিমবঙ্গে উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। বঙ্গোপসাগরে সিস্টেম না থাকায় দক্ষিণা বাতাসের প্রভাব কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। শুষ্ক আবহাওয়ায় শীতের আগমনের বার্তা বয়ে এনেছে রাজ্যে।

রবিবার কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯২ শতাংশ। আগামী পাঁচ দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। এর ফলে শহরে তাপমাত্রার পারদ কমছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন ::

Back to top button