জাতীয়

মধ্যরাতে প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙে, দিল্লিতে ভয়াবহ অভিজ্ঞতা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মধ্যরাতে প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙে, দিল্লিতে ভয়াবহ অভিজ্ঞতা

মাঝরাতে প্রবল ভূকম্পনে কেঁপে উঠল দিল্লি-সহ সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩।  রাতে খাওয়া-দাওয়া সেরে সবে গভীর ঘুম শুরু হয়েছিল দিল্লিবাসীর। রাত তখন ১টা ৫৭ মিনিট। প্রথমে অনেকেই বুঝে উঠতে পারেননি কী ঘটছে।

পরে ভূমিকম্প হচ্ছে বোঝা মাত্রই হইচই শুরু হয়ে যায়। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সকলে।কম্পন অনুভূত হয়েছে দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড-সহ উত্তর ভারতের একাংশে।

তবে শুধু একবারই নয়। ১টা ৫৭ মিনিটের পর ফের কম্পন হয় ৩টে ১৫ মিনিটে। সেটির তীব্রতা ছিল ৩.৬। নেপালের দোতি জেলায় রাত ২টো ১২ মিনিটে ভেঙে পড়ে একটি বাড়ি।

এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম আরও পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ১২টি বাড়ি। উদ্ধারে নেমেছে সেনাও। কোনও কোনও এলাকায় পরপর ৩টি কম্পন অনুভূত হয়।

দিল্লির এক বাসিন্দা বিশেষ বলেন, “রাতে অফিসে কাজ করছিলাম। হঠাৎই গোটা বাড়িটা কাঁপতে শুরু করে।তড়িঘড়ি অফিসের বাইরে বেরিয়ে আসি।

আরও পড়ুন ::

Back to top button