রাজ্য

আপাতত তিহার সংশোধনাগারই সায়গলের ঠিকানা!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Cattke Smuggling Case Update : আপাতত তিহার সংশোধনাগারই সায়গলের ঠিকানা! - West Bengal News 24

অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে আসানসোল সংশোধনাগারে ফিরিয়ে আনার অনুমতি দেওয়া হোক। এই মর্মে করা আবেদন খারিজ করে দিল আসানসোল বিশেষ সিবিআই আদালত। ফলে দিল্লির তিহার সংশোধনাগরই আগামী দিনের ঠিকানা সায়গলের। আপাতত এমনটাই মনে করা হচ্ছে।

আদালতের কড়া নির্দেশ, এখন থেকে সংশ্লিষ্ট মামলার শুনানি পর্বে দিল্লির তিহার সংশোধনাগার থেকে ভার্চুয়াল হাজিরায় অংশ নেবেন সায়গল। এ ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে তিহার সংশোধনাগার কর্তৃপক্ষকে।

আর এই নির্দেশের পর সায়গলের ঠিকানা যে তিহার সংশোধনাগার, অন্তত তেমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। এদিকে আদালতের এই রায় যে অনুব্রত মন্ডলের জন্যও সুখকর নয়, তাই একপ্রকার স্পষ্ট আইনজীবীদের কাছেও।

প্রসঙ্গত উল্লেখ্য, গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছিল সায়গল হোসেনকে। সিবিআই হেফাজত শেষে আসানসোল সংশোধনাগারে ছিলেন তিনি। পরে অবশ্য নিজেদের হেফাজতে তাকে দিল্লি নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সেখানে দু’ দফায় নিজেদের হেফাজতে রেখে জেরা করার পর বর্তমানে তিহার সংশোধনাগারে রয়েছেন সায়গল।

আরও পড়ুন ::

Back to top button