রাজ্য

স্বাস্থ্য নিয়ে সোমবার নবান্নে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

স্বাস্থ্য নিয়ে সোমবার নবান্নে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের কাজ নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।

বৈঠকে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপালরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। তবে কলকাতার আধিকারিকরা স্বশরীরে উপস্থিত থাকতে পারেন বলে নবান্ন সূত্রে খবর।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সম্প্রতি রাজ্যের ডেঙ্গি সংক্রমণ গত কয়েক বছরের তুলনায় যথেষ্ট বেড়েছে। মনে করা হচ্ছে সোমবারের এই বৈঠক থেকে আগামী দিনের ডেঙ্গি মোকাবিলায় সরকার কী পদক্ষেপ করতে চলেছে তা নিয়েও বিশেষ পর্যালোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড নিয়েও এখনও অভিযোগ আসছে। স্বাস্থ্য সাথী কার্ড যাতে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলি নেয় বৈঠক থেকে সে বিষয়েও ফের নির্দিষ্ট কিছু বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। এমনটাই অনুমান।

আরও পড়ুন ::

Back to top button