রাজ্য

পুষ্করধামে পুজো দিলেন মমতা, আরতিও করেন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পুষ্করধামে পুজো দিলেন মমতা, আরতিও করেন

আজমের শরীফের পর মঙ্গলবার পুষ্করধামে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন দুপুর ৩টে নাগাদ পুষ্করে পৌঁছোন মমতা। সেখানে ব্রহ্ম মন্দিরের গর্ভগৃহে তিনি পুজো দেন। আরতিও করেন। এরপর ঘুরে দেখেন আশেপাশের বেশ কয়েকটি মন্দিরও। পুরোহিতদের থেকে ব্রহ্ম মন্দিরের ইতিহাস জানেন মুখ্যমন্ত্রী। এরপর যান ব্রক্ষ্মা-সাবিত্রী ঘাটে। সেখানেও বিশেষ পুজো-পাঠে যোগ দেন।

এদিন গোটা সফরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও তাঁর স্ত্রী। আজমেঢ় শরীফের মতো পুষ্করেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। মন্দির চত্বরে মোতায়েন ছিল রাজস্থান পুলিশের বিশেষ টিম। তবে নিরাপত্তাজনিত কারণে এদিন সাধারণ নাগরিককে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পুষ্কর মন্দিরে আসার আগে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন অজমেঢ় শরিফে। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এ দিন অজমেঢ় শরিফে প্রচুর উৎসাহী মানুষের ভিড় করেছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন দিল্লিতে জি ২০ বৈঠকের পরে অজমেঢ় শরিফে এবং পুষ্করে আসবেন। মঙ্গলবার রাতেই দিল্লি ফেরার কথা তাঁর। সংসদের শীতকালীন অধিবেশনের রণকৌশল নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ::

Back to top button