রাজ্য

গরু পাচার মামলায় বড়সড় ধাক্কা, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে বাধা নেই , রায়দান আদালতের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Anubrata Mandal গরু পাচার মামলায় বড়সড় ধাক্কা, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে বাধা নেই , রায়দান আদালতের - West Bengal News 24
TMC leader Anubrata Mondal | Salil Bera

লটারিতে ভাগ্য ফিরলেও আদালতে ভাগ্য সুপ্রসন্ন হল না অনুব্রত মন্ডলের (Anubrata Mondal)। গরু পাচার মামলায় বীরভূমের কেষ্টকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি (ED) , এমনটাই জানিয়ে দিলেন দিল্লির রাইজ এভিনিউ আদালতের বিচারক। অনুব্রতকে দিল্লির তিহার জেলে রাখা হবে। আগেই অনুব্রত মণ্ডলকে ইডি মামলায় অভিযুক্ত হিসেবে মান্যতা দিয়েছিলেন বিচারপতি বিবেক চৌধুরী (Vivek Chowdhury)।

প্রসঙ্গত , অনুব্রত মণ্ডলের মামলার বিষয় সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে দিল্লির রাইজ এভিনিউ আদালতের। আগেই জানিয়েছিল শীর্ষ আদালত (Supreme Court)। এদিন সকাল থেকেই টানটান উত্তেজনায় ভরপুর পরিস্থিতি। অনুব্রত মন্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যাওয়া হবে কিনা ? ইডির আবেদনের ভিত্তিতে এদিন মামলার রায়দান ছিল। সকাল সাড়ে দশটা থেকে শুনানি শুরু হওয়ার পর ভাগ্যের চাকা ঘুরল না অনুব্রত মণ্ডলের। আদালতের (Court) নির্দেশে খালি হাতেই ফিরলেন বীরভূমের কেষ্ট।

মক্কেলকে বাঁচাতে যাবতীয় চেষ্টা করেছিলেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল। অনুব্রতর অসুস্থতার কথা বিবেচনা করে তাকে দিল্লি না নিয়ে যাওয়ার বিষয়ে আবেদন জানান কপিল সিব্বাল (Kapil Sibbal)। যদিও তাঁর সেই আবেদনে সায় দেননি বিচারপতি জশমীত সিং।

যেখানে আর্থিক তছরূপ মামলার শুনানি চলছে সেখানেই অনুব্রত মণ্ডলের মামলার শুনানি হওয়া প্রয়োজন। দিল্লির (Delhi) রাইজ এভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মামলা চলতে পারে না বলেও দাবি করেন কপিল সিব্বল (Kapil Sibbal) সহ অন্যান্য আইনজীবীরা। পক্ষান্তরে পাল্টা দেন ইডির (ED) আইনজীবীরা। জানিয়ে দেন , কেন্দ্রীয় সংস্থার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

দিল্লির রাউজ এভিনিউ আদালতের মতোই কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) ধাক্কা খেয়েছেন তিনি। জামিন মামলার শুনানিতে প্রভাবশালী তকমায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) জামিনের আবেদন খারিজ হয়েছে তার।

গরু পাচার মামলায় ইতিমধ্যেই দিল্লিতে (Dehli) রয়েছে অন্যতম অভিযুক্ত এনামুল হক। তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী তথা অন্যতম অভিযুক্ত সায়গল হোসেন (Saygal Hossain)। মামলার জট ছাড়াতে তিনজনকে মুখোমুখি বসিয়ে জেলার পরিকল্পনা করছেন ইডির (ED) আধিকারিকরা।

আরও পড়ুন ::

Back to top button