রাজনীতিরাজ্য

গরু পাচার মামলায় দিল্লি যাত্রা অনুব্রতর? ইডির আবেদনের ভিত্তিতে দিল্লির আদালতে অনুব্রতর ভাগ্য পরীক্ষা

Anubrata Mondal : গরু পাচার মামলায় দিল্লি যাত্রা অনুব্রতর? ইডির আবেদনের ভিত্তিতে দিল্লির আদালতে অনুব্রতর ভাগ্য পরীক্ষা - West Bengal News 24

গরু পাচার মামলায় দিল্লি যাত্রা অনুব্রতর (Anubrata Mondal) ? আসানসোল ছেড়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন কেষ্ট ? – কি আছে ভাগ্যে ? বীরভূমের (Birbhum)কেষ্টর ভাগ্য বিচার করবেন দিল্লির রাউজ এভিনিউ আদালতের বিচারক (Judge)।

গরু পাচার মামলায় তদন্তের প্রয়োজনে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যেতে চেয়েছিল ইডি (ED) , দিল্লির রাউজ এভিনিউ আদালতে আবেদন দাখিল করেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা (Investigation Officer) । অতীতে কেষ্টর দিল্লি যাত্রা পিছিয়ে গেলেও রাউজ এভিনিউ আদালতে (Court) আজ অনুব্রতর ভাগ্য পরীক্ষা।

অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) দিল্লি যাত্রার শুনানি হবে হাউস এভিনিউ আদালতেই , ইতি মধ্যেই এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে দিল্লি হাইকোর্ট (Dehli High Court)। দিল্লি হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি ২৩ জানুয়ারি। মামলার সব পক্ষকে নোটিস পাঠিয়ে আদালত (Court)। পরবর্তী শুনানির আগেই সব পক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে।

তবে ইতিমধ্যেই মক্কেলের হয়ে সওয়াল করেছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল (Kapil Sibbal)। অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা হবে কিনা ? এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রাউজ অ্যাভিনিউ আদালতের আছে কিনা সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান আইনজীবী (Lawyer)। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যাতে কোনও পদক্ষেপ না করা হয় , সেই নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন জানান কপিল সিব্বল। সেই আবেদনে সাড়া দেননি বিচার জশমীত সিং।

একদিকে যখন গরু পাচার মামলায় তার দিল্লি যাত্রা হবে কিনা , সেই বিষয় তোলপাড় রাজ্য রাজনীতি , তখনই আরও চাপে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দিল্লির রাউজ এভিনিউ আদালতের মতোই কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) ধাক্কা খেয়েছেন তিনি। জামিন মামলার শুনানিতে প্রভাবশালী তকমায় কলকাতা হাইকোর্টের জামিনের আবেদন খারিজ হয়েছে তার।

গরু পাচার মামলায় ইতিমধ্যেই দিল্লিতে (Dehli) রয়েছে অন্যতম অভিযুক্ত এনামুল হক। তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী তথা অন্যতম অভিযুক্ত সায়গল হোসেন (Saygal Hossain)। মামলার জট ছাড়াতে তিনজনকে মুখোমুখি বসিয়ে জেলার পরিকল্পনা করছেন ইডির (ED) আধিকারিকরা ? লটারিতে ভাগ্য খুললেও আজ সত্যি দিল্লির রাউজ এভিনিউ আদালতে অনুব্রতর ভাগ্য পরীক্ষা।

আরও পড়ুন ::

Back to top button