রাজনীতিরাজ্য

৩১ শে জানুয়ারী মালদহ সফরের মুখ্যমন্ত্রী, ১ লা ফেব্রুয়ারি যাবেন বীরভূমে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : ৩১ শে জানুয়ারী মালদহ সফরের মুখ্যমন্ত্রী, ১ লা ফেব্রুয়ারি যাবেন বীরভূমে - West Bengal News 24

আগামী ৩১শে জানুয়ারি মালদহ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ১ তারিখ বীরভূমের বোলপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মালদহে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

দলীয় সূত্রে খবর , দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। পাশাপাশি সাইকেলেও তুলে দেওয়ার কথা ওই কর্মসূচি থেকে। নবান্ন সূত্রে খবর , প্রত্যেকটি জেলাতেই দুয়ারে সরকার কর্মসূচির সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দিতে চান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বীরভূমের (Birbhum) এই সফরে প্রশাসনিক সভা থাকলেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। ১ তারিখ বীরভূমে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দেউচা-পাচামি কয়লা খনি প্রকল্পের ইচ্ছুক জমিদাতাদের পরিবারেরকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বীরভূম সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। বিশেষত বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে জেলবন্দি। অনুব্রত হীন বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন ::

Back to top button