রাজ্য

আগামী সপ্তাহে আরও একটু নিচে নামতে পারে পারদ, বঙ্গে শীতের কামব্যাক?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Weather Forecast : আগামী সপ্তাহে আরও একটু নিচে নামতে পারে পারদ, বঙ্গে শীতের কামব্যাক? - West Bengal News 24

নতুন বছর থেকে অবশ্য টানা শীতের ঝোড়ো ইনিংস শহরে। মাঝখানে কিছুটা ছন্দপতন হলেও ফের মেজাজে ফিরেছিল শীত। কিন্তু ফের গায়েব হয়ে গিয়েছিল ঠান্ডা। যদিও উত্তুরে হাওয়ার খানিকটা শক্তি ফিরেছে রাজ্যে।

তাপমাত্রার (Temparature) হেরফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (Miinimum Temperature) ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Relative Humidity) পরিমাণ ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কোনও কোনও জেলায় শীতের আমেজ সামান্য কমবে। তবে আগামী সপ্তাহে আরও একটু নিচে নামতে পারে পারদ। উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন ::

Back to top button