ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনের ।পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশিত না-হলেও বছরের প্রথমদিকেই তা হতে পারে এনিয়ে কোনও সংশয় নেই ৷ আর তার আগেই জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু হল রাজ্য নির্বাচন কমিশনের তরফে ৷
আর এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে শাসক থেকে বিরোধী উভয় শিবির। এই প্রস্তুতি পর্ব থেকে পিছিয়ে নেই জামালপুর ব্লকও। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খানের নির্দেশে বিভিন্ন জায়গায় চলছে পদযাত্রা। আজ জামালপুর ব্লকের জোতশ্রীরাম অঞ্চলের ২২টি সংসদকে নিয়ে আয়োজন করা হয় এক বিরাট পদযাত্রার।
এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জামালপুর ব্লক আই.এন.টি. টি.ইউ.সি এর সভাপতি তাবারক আলি মন্ডল , অঞ্চল সভাপতি তপন কুমার দে,জোতশ্রীরাম অঞ্চলের প্রধান আরিফা মন্ডল , স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং সাথে ছিলেন এলাকার অসংখ্য তৃনমূল সমর্থক। আগামী 2রা ফেব্রুয়ারি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার গোদার মাঠে আসছেন দুপুর 2 ঘটিকায়।সেই সভাকে সাফল্যমণ্ডিত করতে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ,জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি,বিজেপি সরকারের ভ্রান্ত নীতির বিরোধিতা ছিল এই পদযাত্রার প্রধান উদ্দেশ্য।
আই.এন.টি .টি.ইউ. সি. সভাপতি তাবারক আলি মন্ডল বলেন: ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি প্রকল্প তারা সঠিক ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করবেন এবং জোতশ্রীরাম অঞ্চলের প্রতিটি পঞ্চায়েতে তাদের দল জিতবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে দেবে । তিনি আরও বলেন তাদের আজকের এই কর্মসূচি সফল হয়েছে অসংখ্য সাধারণ মানুষ তাদের এই পদযাত্রায় পা মিলিয়েছেন এবং মানুষের এই অংশগ্ৰহনি বলে দিচ্ছে বিজেপির দ্রব্য মূল্য বৃদ্ধি থেকে শুরু করে জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যেকটি কাজের হিসাব মানুষ রাখছে এবং পঞ্চায়েত ভোটে তারাই এর যোগ্য জবাব দেবে’।
আগামী ২রা ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবার দেখার পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে মঞ্চ থেকে সাধারণ মানুষকে কি বার্তা দেন তিনি ।