সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিয়ে স্থায়ী বেতন বৃদ্ধি সহ ১২ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান আশাকর্মীদের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিয়ে স্থায়ী বেতন বৃদ্ধি, করোনা ভাতা সহ ১২ দফা দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ আশাকর্মীদের। আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তজেনা সল্টলেকে (Saltlake)। মঙ্গলবার ১২ দফা দাবিতে স্বাস্থ্য ভবন (Swastha Bhavan) অভিযান করেন কয়েকশো আশাকর্মী।
যদিও এই কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে আশাকর্মীদের ধস্তাধস্তি বাধে। অসুস্থ হয়ে পড়েন ২ জন আশাকর্মী। এমনটাই দাবি বিক্ষোভকারীদের। অসুস্থ ১ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে বিক্ষোভরত আশাকর্মীদের ১২ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন স্বাস্থ্য ভবনে (Swastha Bhavan)। যদি দাবি পূরণ না হলে আগামী দিনে প্রতিবাদের ঝাঁঝ আরও জোরালো করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা।
নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, আশাকর্মীদের জন্য ২৬০৬টি নতুন পদ তৈরি করা হচ্ছে। বিভিন্ন জেলায় আশাকর্মীর অভাব রয়েছে, সেই চাহিদার কথা মাথায় রেখেই পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগেই আশাকর্মীদের নিয়োগ করা হতে পারে। এর মধ্যেই ১২ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করলেন আশাকর্মীরা।