Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিরাজ্য

শুভেন্দুর পর অভিষেক – যুযুধান দুইপক্ষের জনসভায় তুঙ্গে উত্তর বঙ্গের রাজনৈতিক উত্তাপ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শুভেন্দুর পর অভিষেক - যুযুধান দুইপক্ষের জনসভায় তুঙ্গে উত্তর বঙ্গের রাজনৈতিক উত্তাপ

শুভেন্দুর পর অভিষেক। শুক্রবারের পর শনিবার। উত্তরবঙ্গে দুই হেভিওয়েটের রাজনৈতিক কর্মসূচির পর থেকেই উত্তরের হাওয়া গরম। পদ্মের শক্ত জমি আলিপুরদুয়ার।

আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal) নাম লিখিয়েছেন তৃণমূলে (Trinamool Congress)। শুক্রবার এই সুমন কাঞ্জিলালের বাড়ির কাছেই সভা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভাঙনের আলিপুরদুয়ারই শুধু নয় , শাসকের নজর গোটা উত্তরবঙ্গ (North Bengal)।

বিজেপিকে নিশানা করে সে কথা শনিবার মাথাভাঙ্গার সভামঞ্চ থেকে স্পষ্ট বুঝিয়েও দেন তৃণমূলের (Trinamool Congress) সেকেন্ড ইন কমান্ড অভিষেক। শুক্রবার সেই আলিপুরদুয়ারে সভা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরের দিনই পাশের জেলা কোচবিহারে সভা করে বিজেপিকে উত্তর থেকে কার্যত উৎখাত করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শুভেন্দু অধিকারীর দাবি, ‘যত তৃণমূল (Trinamool Congress) কেনাবেচা করবে তত বিজেপি বাড়বে। দম থাকলে ওরা বলুক না, বিজেপি জনপ্রতিনিধরা তৃণমূলে যোগ দিয়েছেন। দম থাকলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতো মন্ত্রিসভা, বিধানসভা, পার্টির সদস্য পদ ছেড়ে অন্য দলে যাক। এসব লোক আমাদের আদর্শের নয়’। শুক্রবার আলিপুরদুয়ারে ছিল শুভেন্দুর রাজনৈতিক কর্মসূচি।

অন্যদিকে ভোট ব্যাঙ্ক অটুট রাখতে মরিয়া পদ্ম ব্রিগেড। যুযুধান দুই রাজনৈতিক দলের অন্যতম দুই সেনাপতি অভিষেক- শুভেন্দু দুজনেই সভা থেকে বললেন তাঁরা নিয়মিত আসবেন উত্তরে (North Bengal)। দুই নেতা কর্মসূচি সেরে ফিরতেই পঞ্চায়েত ভোটের (Panchayet Election) রণকৌশল শুরু করে দিয়েছে দুই ফুল শিবির। সব মিলিয়ে শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) উত্তরের মানুষের সমর্থন কার দিকে থাকে তার উত্তর দেবে সময়ই।

আরও পড়ুন ::

Back to top button