জাতীয়

গরুর যত্ন নিলে গরুও মানুষের খেয়াল রাখবে, শ্রীকৃষ্ণের বাণী স্মরণ কেন্দ্রীয় মন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Parshottam Rupala : গরুর যত্ন নিলে গরুও মানুষের খেয়াল রাখবে, শ্রীকৃষ্ণের বাণী স্মরণ কেন্দ্রীয় মন্ত্রীর - West Bengal News 24

কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) পুরুষোত্তম রুপালা (Purusattam Rupala) শনিবারের আলোচনা সভায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করেন। বলেন, ‘‘যাঁরা গরুর যত্ন নেন, গরুও তাঁদের খেয়াল রাখে। এই বাণী আজকের দিনেও সমান ভাবে প্রযোজ্য।’’

শনিবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) গ্লোবাল ইনভেস্টর্স সামিট উপলক্ষে দধীচি হলে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে দুগ্ধজাত দ্রব্য এবং পশুপালনের নানা রকম সম্ভাবনার কথা আলোচনা করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম (Union Minister Purusattam Rupala)। তিনি বলেন, ‘‘সারা বিশ্বকে একটি বার্তা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেছিলেন, যাঁরা গরুর যত্ন নেন, গরুও তাঁদের খেয়াল রাখে। শ্রীকৃষ্ণের এই বাণী আজকের দিনেও সমান ভাবে প্রযোজ্য।’’

তিনি আরও বলেন, ‘‘শ্রীকৃষ্ণের সময় থেকেই ভারতে যত্ন সহকারে গরু পালন করা হয়। গোপালনে বিশেষ ভাবে উঠে আসে উত্তরপ্রদেশের গোকুলের নাম। দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা এবং পশুপালনে সম্ভাবনাময় রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে উত্তরপ্রদেশ।’’ শনিবারের সভায় বিনিয়োগকারীদের উত্তরপ্রদেশে (Uttarpradesh) আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister)। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনে এই রাজ্য আন্তর্জাতিক স্তরে দুধ উৎপাদনে প্রথম সারিতে অবস্থান করবে।

প্রেমের সপ্তাহে রাতারাতি চর্চার কেন্দ্রে উঠে এসেছে গরু। নিরীহ এই গবাদি পশুকেই প্রেম দিবসের দিন আলিঙ্গনের আবেদন জানিয়েছিল কেন্দ্র। তবে দেশজুড়ে সমালোচনার মাঝে সেই আবেদন আবার প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সংস্থা ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়া’ (এডব্লুবিআই)। এ বার গরুর যত্ন নেওয়ার ডাক দিলেন কেন্দ্রের মন্ত্রী (Union Minister) ।

আরও পড়ুন ::

Back to top button