গো-মাতাকে আলিঙ্গনের সময়ে যদি গুঁতিয়ে দেয়! আশঙ্কা প্রকাশ করে মমতার উক্তি “স্বাস্থ্যসাথী আছে তো !”
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
গো-মাতাকে আলিঙ্গনের সময়ে যদি গুঁতিয়ে দেয় ! আশঙ্কা প্রকাশ করে মমতার (Mamata Banerjee) উক্তি “স্বাস্থ্যসাথী আছে তো !” স্বয়ং মুখ্যমন্ত্রী বিষয়টির উত্থাপন করে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, “বলছে ভ্যালেন্টাইনস ডে-তে গরুকে জড়িয়ে ধরতে হবে।” তারপরই এ বিষয়ে উদ্বেগপ্রকাশ করে তিনি প্রশ্ন করেন, “গরু যদি গুঁতিয়ে দেয়, তখন কী হবে ?”
তবে বিষয়টি কেন্দ্রের (Central Government) কোর্টেই ঠেলতে চেয়েছেন তিনি। মাথাপিছু ১০ লক্ষ টাকার বিমা করে দিলে তিনি গরুকে আলিঙ্গন করবেন বলেও জানান। কেন্দ্রের উদ্দেশে তিনি বলেন, “গরুকে জড়িয়ে ধরার আগে ১০ লক্ষ টাকার বিমা করে দিন। আমরা নিশ্চিত আলিঙ্গন করব।” গরুর পাশাপাশি মোষকে নিয়ে কিছু ভাবার জন্যও কেন্দ্রকে অনুরোধ জানান তিনি।
সোমবার বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা নিয়ে আলোচনায় জবাবি ভাষণ দিতে উঠেছিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। সেখানে তিনি নানা বিষয়ে কেন্দ্রীয় সরকারের (Central Government) সমালোচনা করেন। কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’, ‘গা জোয়ারি’ নিয়ে সরব হন তিনি। বিজেপিকে (BJP) কটাক্ষ করে বলেন, “বাংলা সবেতে ১ নম্বরে, আর বিজেপি বিগ জ়িরো।”
কিছু দিন আগেই লিখিত বিবৃতি দিয়ে কেন্দ্রের পশুকল্যাণ বোর্ড জানিয়েছিল , প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-র দিন গরুকে জড়িয়ে ধরতে হবে। পরে যদিও সমালোচনার মুখে পড়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসে কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনস্থ এই সংস্থা।