রাজ্য

চলতি অর্থবর্ষের রাজ্য বাজেটে বাংলার মানুষের হাতে এল কী কী ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Budget 2023 : চলতি অর্থবর্ষের রাজ্য বাজেটে বাংলার মানুষের হাতে এল কী কী ? - West Bengal News 24

বিধানসভায় পেশ রাজ্যের বাজেট (State Budget)। বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি-সহ একাধিক বড় ঘোষণা রাজ্যের। ঘোষণা করা হল নতুন অনেক প্রকল্পেরও। চলতি অর্থবর্ষের রাজ্য বাজেটে বাংলার মানুষের হাতে এল কী কী ?
৩ শতাংশ ডিএ: রাজ্য সরকারের (State Government) বেতনভোগী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ৩ শতাংশ হারে মহার্ঘভাতা।

বিধায়ক উন্নয়ন তহবিল : বিধায়কদের এলাকা উন্নয়ন প্রকল্প (বিইইউপি) কর্মসূচিতে এলাকা উন্নয়নের খাতে বাৎসরিক ৬০ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা।

রাস্তাশ্রী প্রকল্প : রাস্তাশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ তিন হাজার কোটি টাকা। তৈরি হবে ১১ হাজার কিলোমিটার রাস্তা। সারাই হবে পুরনো রাস্তাও।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড : ১৮-৪৫ বছর বয়সি ২ লক্ষ যুবক-যুবতীর আর্থিক সহায়তা (Economic Support) বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকার ঋণের ঘোষণা। সুযোগ কর্মসংস্থানের।

লক্ষ্মীর ভান্ডার : বাংলার ১.৮৮ কোটি মহিলা , যাঁরা লক্ষ্মীর ভান্ডার (Lakkhir Bhandar) প্রাপক, তাঁরা ৬০ বছর পেরোলেই সরাসরি বার্ধক্যভাতার আওতায়।

ডেউচা-পাঁচামিতে কর্মসংস্থান : ডেউচা-পাঁচামিতে ৩৫ হাজার কোটি টাকা লগ্নির ঘোষণা। চাকরি হতে পারে লক্ষাধিক যুবক-যুবতীর।

চামড়া শিল্প : চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা। বানতলার লেদার কমপ্লেক্সে ৩ লক্ষ কর্মসংস্থানের পর আরও ২ লক্ষ চাকরির ঘোষণা।

স্ট্যাম্প ডিউটিতে ছাড় : স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাস বৃদ্ধির ঘোষণা। বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির ২ শতাংশ এবং জমি-বাড়ির বাজার মূল্যের সার্কল রেটের ১০ শতাংশ ছাড়ের মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি।

আর্থিক বৃদ্ধির হার: রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ৮.৪১ শতাংশ হওয়ার ঘোষণা।

আরও পড়ুন ::

Back to top button