রাজ্য

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তাপস মণ্ডল সহ ১ জন

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তাপস মণ্ডল সহ ১ জন

নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার তাপস মণ্ডল।

একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে নীলাদ্রি ঘোষকে। আজ তাঁদের নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয় ৫ ঘণ্টার বেশি সময় ধরে, তার পরেই গ্রেপ্তার করা হয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলের মুখেই উঠে আসে কুন্তলের নাম। অভিযুক্ত কুন্তলের মুখে বারবার তাপস মণ্ডলের নামও উঠে এসেছে।

আজ টানা জিজ্ঞাসাবাদের পর তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। গ্রেপ্তারের পর তাঁদের শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম-এ।

ইতিমধ্যে তাপস মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়েছে অপর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গ্রেপ্তারের পর মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল বলেন, তিনি সহযোগিতা করছিলেন, তবু কেন গ্রেপ্তার করা হল জানেন না।

কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে বলেই খবর সূত্রের। উল্লেখ্য মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পরেই উঠে আসে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নাম।

গত কয়েকদিনে তাঁকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করার পর আজ গ্রেপ্তার করে সিবিআই।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button