ত্রিপুরা

বিজেপির দখলেই থাকছে ত্রিপুরা, ইঙ্গিত এক্সিট পোলে

Tripura Assembly Election 2023 Exit Poll : বিজেপির দখলেই থাকছে ত্রিপুরা, ইঙ্গিত এক্সিট পোলে - West Bengal News 24

ত্রিপুরায় ক্ষমতা ধরে রাখছে বিজেপি।

নাগাল্যান্ডেও সহযোগীদের সঙ্গে বাজিমাত করছে বিজেপি। এক্সিট পোল দিল সেই ইঙ্গিত।

ইন্ডিয়া টুডের সমীক্ষা বলছে, ত্রিপুরায় ৩৬ থেকে ৪৫ টি আসন পেতে পারে বিজেপি। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ৩১ আসন পেলেই কেল্লাফতে। টাইমস নাও–ইটিজি রিসার্চ এর সমীক্ষা বলছে ত্রিপুরায় বিজেপি পেতে পারে ২১–২৭ আসন। তাদের হিসেবে বামেরা পেতে পারে ১৮–২৪ আসন।

আবার জি নিউজ–ম্যাট্রিজ এর সমীক্ষা বলছে ত্রিপুরায় বিজেপি পেতে পারে ২৯ থেকে ৩৬ টি আসন। ৬০ আসনের নাগাল্যান্ড বিধানসভায় বিজেপি–এনডিপিপি জোট পেতে পারে ৩৮ থেকে ৪৮ টি আসন। বলছে ইন্ডিয়া টুডের সমীক্ষা।

টাইমস নাও–ইটিজি রিসার্চের সমীক্ষা বলছে বিজেপি–এনডিপিপি জোটের আসনসংখ্যা হতে পারে ৩৯ থেকে ৪৯ এর মধ্যে। জি নিউজ–ম্যাট্রিজ এর সমীক্ষায় সংখ্যাটা ৩৫ থেকে ৪৩।

মেঘালয়ে অবশ্য ইঙ্গিত, তৃতীয় স্থান পাচ্ছে বিজেপি। ৬০ আসনের মেঘালয় বিধানসভা কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠ দলের তকমা পেতে পারে কনরাড সাংমার এনপিপি।

প্রসঙ্গত ত্রিপুরায় এবার জোর প্রচার চালিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বারবার ত্রিপুরা গেছেন মুখ্যমন্ত্রী মমমতা ব্যানার্জি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার মাটি আঁকড়ে পড়েছিলেন রাজীব ব্যানার্জিরা।

এখন দেখার ত্রিপুরায় কটি আসন পায় তৃণমূল। এদিকে, মেঘালয়েও এবার নির্বাচনে লড়েছে তৃণমূল। সেখানেও প্রচারে গিয়েছিলেন মমতা, অভিষেকরা।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button