রাজ্যশিক্ষা

সপ্তম পর্যায়ে ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সপ্তম পর্যায়ে ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

প্রাথমিকের শিক্ষক নিয়োগে আরও তোড়জোড় প্রাথমিক শিক্ষা সংসদের। সপ্তম পর্যায় ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত হবে সপ্তম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া। বীরভূম জেলার আবেদনকারী চাকরিপ্রার্থীদের নেওয়া হবে সপ্তম পর্যায়ের ইন্টারভিউয়ের প্রাধান্য।

পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) বিজ্ঞপ্তি জারির আগেই গোটা ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর। তার জন্যই ইন্টারভিউ নেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা বাড়ানো হয়েছে বলে এই সূত্রের খবর। ৩০ মার্চের মধ্যেই ইন্টারভিউ (Interview) প্রক্রিয়ার বেশিরভাগ অংশ শেষ করতে চায় পর্ষদ বলেই সূত্রের খবর।

প্রাথমিক নিয়োগের সমস্ত প্রক্রিয়াই দ্রুত শেষ করতে চাইছে রাজ্য সরকার (State Governmen) ৷ এবারে প্রথম থেকেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অত্যন্ত সতর্ক রয়েছে রাজ্য সরকার৷ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সাবধানী রয়েছে রাজ্য সরকার৷ তার মধ্যেই একে পর ধাপে চলছে ইন্টারভিউ প্রক্রিয়া৷

আরও পড়ুন ::

Back to top button