নদীয়া

‘মুক্তধারা’-র ৪৫তম আলোচনাসত্র

দীপাঞ্জন দে

‘মুক্তধারা’-র ৪৫তম আলোচনাসত্র

৫ মার্চ ২০২৩ (রবিবার) ‘মুক্তধারা’-র ৪৫তম আলোচনাসত্র অনুষ্ঠিত হল কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে। এদিনের আলোচনার বিষয় ছিল ‘মানুষ চৈতন্যের সন্ধানে’। আলোচক হিসেবে ছিলেন নবদ্বীপ নিবাসী বরিষ্ঠ সাংবাদিক দেবাশিস বন্দ্যোপাধ্যায়। চৈতন্যদেবের ৫৩৮তম জন্মতিথির প্রাক্কালে মুক্তধারার এহেন আয়োজন উপস্থিত দর্শক-শ্রোতা বন্ধুদের বেশ ভালো লাগে।

মানুষ চৈতন্যের খোঁজে আলোচক দেবাশিস বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর অনুসন্ধানগুলি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেন। চৈতন্যদেবকে আমরা দেবতা সাজিয়ে রেখেছি, হয়তো ইচ্ছা করেই মানুষ চৈতন্যকে ভুলিয়ে রাখা হয়েছে— এ বিষয়ে আলোচক বিশেষ দৃষ্টিসম্পাত করেন। নিমাইয়ের জন্ম, বাল্যকাল, পারিবারিক বৃত্তান্ত, বিবাহ, সন্ন্যাস গ্রহণ, কাজী দলন, গম্ভীরা পর্ব, নীলাচলে গমন ইত্যাদি বহুবিধ বিষয় এদিনের আলোচনায় উঠে আসে।

দর্শক-শ্রোতা বন্ধুরা খুব মন দিয়ে মুক্তধারার সমগ্র অনুষ্ঠান উপভোগ করেন। ‘মুক্তধারা’-র প্রথা মেনে ৪৫তম আলোচনাসত্রের শুরুতেও একটি উদ্বোধন সংগীত পরিবেশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের “তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নীচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হত যে মিছে” গানটি উদ্বোধন সংগীতের জন্য নির্বাচন করা হয়েছিল। গানটি পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী সংঘমিত্রা সরকার ও শুভময় সরকার।

এদিনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট কবি রামকৃষ্ণ দে।

লেখক: আঞ্চলিক ইতিহাস লেখক, নদিয়া।

আরও পড়ুন ::

Back to top button