দোলের ঝাড়গ্রামে পর্যটকদের ভিড় ঝাড়গ্রামে, একাধিক বসন্ত উৎসব হচ্ছে জেলা জুড়ে
স্বপ্নীল মজুমদার
আজ মঙ্গলবার দোল উপলক্ষে ঝাড়গ্রাম জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। শান্তিনিকেতনের বসন্ত উৎসব বন্ধ হওয়ায় এবার বহু পর্যটক ঝাড়গ্রামে এসেছেন। সমস্ত লজ, হোটেল, হোম স্টে পর্যটকে ভর্তি।
ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঝাড়গ্রাম গ্রামীণের ফুলবেড়িয়ায় কুটুমবাড়ি হোমস্টে চত্বরে হবে রং পরব। সংগঠনের সাধারণ সম্পাদক মধুসূদন কর্মকার জানান, দোলের সকাল থেকে বিকেল পর্যন্ত রং পরবে যোগ দেবেন হাজার খানেক পর্যটক।
ঝাড়গ্রাম শহরে আরও একাধিক বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। জঙ্গলমহল উদ্যোগ ও আস্থা নামে দু’টি সংস্থার উদ্যোগে রবীন্দ্র পার্কে বসন্ত হলুদ উৎসবের আয়োজন করা হচ্ছে। আয়োজক কমিটির অন্যতম কর্মকর্তা উজ্জ্বল পাত্র বলছেন, ‘‘উৎসবে সবাই স্বাগত।
তবে কেবলমাত্র ভেষজ আবির ও হলুদ গুঁড়ো দিয়ে দোল খেলা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।’’ এছাড়াও ঘোড়াধরা পার্কে ঝাড়গ্রাম জেলা বসন্ত উৎসব কমিটির উদ্যোগে প্রতি বারের মত এবারও জাঁকজমকের তিন দিনের বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
কমিটির সভাপতি অজিত মাহাতো জানান, সোমবার সন্ধ্যায় নেড়া পোড়া ও লোকসংস্কৃতির অনুষ্ঠান দিয়ে উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার শহরে শোভাযাত্রা করে ঘোড়াধরা পার্কে শালগাছে আবির মাখিয়ে আবির খেলা শুরু হবে। বেলপাহাড়ির শিলদায় পলাশ সংস্থার উদ্যোগে ‘ফাগুনের নবীন আনন্দে’ নামে বসন্ত উৎসব হবে বুধবার।