ফসলের ন্যায্য মূল্যের দাবীতে বিক্ষোভ বামেদের
ধান,আলু, পেঁয়াজ চাষে জুড়ি মেলা ভার পূর্ব বর্ধমান জেলার। চাষীদের মূল আয়ের প্রায় সবটাই নির্ভর করে ধান,আলু , পেঁয়াজের উপর। আজ পূর্ব বর্ধমানের কালনায় সরকারী মূল্যে আলু পেঁয়াজ কেনার দাবীতে সড়কপথ অবরোধ বামেদের।সারা ভারত কৃষক সভার কালনা ২ ব্লক কমিটির উদ্যোগে বুধবার সেনেরডাঙ্গায় অবস্থান বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি সংগঠিত হয়।
আলু ও পেঁয়াজ সরকারিভাবে হাজার টাকা প্রতি কুইন্টাল দরে কিনতে হবে। সমস্ত কৃষি ঋণ মুক্ত হবে। সরকারকে এলাকায় পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলিকে সামনে রেখে বক্তব্য রাখেন– কৃষক নেতা নবকুমার বাগ, অরূপ চ্যাটার্জি, অশোক ঘোষ, উদয় গোস্বামী, পীযূষ চ্যাটার্জি প্রমূখ। সভা পরিচালনা করেন অশোক ব্যানার্জি। উল্লেখিত দাবিগুলিতে আগামী ১১ই মার্চ সারা রাজ্য জুড়ে জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করার কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানান বক্তারা।
সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের মূল্য আকাশছোঁয়া। অথচ কৃষকের ফসলের দাম নেই। কৃষকরা চাষে মার খেতে খেতে মনোবল একেবারে হারিয়ে ফেলছেন। ফলে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
গত সোমবারেই কালনার বেগপুরের আলু কৃষক ইসমাইল সেখ চাষ করতে গিয়ে ঋণে জড়িয়ে পড়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। আর এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট তোষণ করা নীতির কারনেই। এই সরকার আদানি আম্বানিদের স্বার্থ দেখলেও কৃষকদের স্বার্থ দেখছে না। তাই এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে ।