সাহিত্য

কবি হেমচন্দ্র বাগচীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য

দীপাঞ্জন দে

কবি হেমচন্দ্র বাগচীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য

৪ এপ্রিল ২০২৩ (মঙ্গলবার) কৃষ্ণনগরে ‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতি রক্ষা সমিতি’-র উদ্যোগে কবি হেমচন্দ্র বাগচীর ৩৭তম প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হল। কবি হেমচন্দ্রের অনুরাগীরা এদিন সকালবেলায় কৃষ্ণনগরের ঘূর্ণির পুতুলপট্টি মোড়ে স্থাপিত কবির আবক্ষ মূর্তির সম্মুখে জড়ো হয়েছিলেন।

‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতি রক্ষা সমিতি’-র আহ্বানে কবির প্রয়াণ দিবসে শহরের বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। কবির মূর্তির সম্মুখে দাঁড়িয়ে কবিকে তাঁরা স্মরণ করেন। পুতুলপট্টি মোড়ে স্থাপিত কবির আবক্ষ মূর্তিটিতে মাল্য অর্পণ করেন প্রবীণ দুই কৃষ্ণনাগরিক ভাস্কর বিশ্বাস এবং খগেন্দ্রকুমার দত্ত। উপস্থিত কবি অনুরাগীরা সকলে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

কবি হেমচন্দ্র বাগচীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য

পুষ্পার্ঘ্য অর্পণের পর কবি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাস্কর বিশ্বাস। তারপর কবি হেমচন্দ্র বাগচী স্মৃতি রক্ষা সমিতির কার্যাবলীর কথা সংক্ষেপে তুলে ধরেন সমিতির সম্পাদক দীপাঞ্জন দে। আগামী দিনে কবিকে নিয়ে তাদের সমিতির পরিকল্পনার কথাও এদিন তুলে ধরা হয়।

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ লেখক ডা: সতীনাথ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অন্যান্য কবি অনুরাগীরাও। একটি কবিতা পাঠ করেন অনুপম বাগচী। সকলকে অভিনন্দন জানিয়ে কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন ::

Back to top button