রাজ্য

জেলায় জেলায় টানা ২ মাস ‘জনসংযোগ যাত্রা’ ও ‘গ্রামবাংলার মতামত’ – প্রার্থী বাছাইয়ে দায়িত্ব আমজনতার কাঁধে তুলে দিয়েছেন অভিষেক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : জেলায় জেলায় টানা ২ মাস ‘জনসংযোগ যাত্রা’ ও ‘গ্রামবাংলার মতামত’ – প্রার্থী বাছাইয়ে দায়িত্ব আমজনতার কাঁধে তুলে দিয়েছেন অভিষেক - West Bengal News 24

সামনে পঞ্চায়েত ভোট। প্রার্থী বাছাইয়ে দায়িত্ব অনেকটাই আমজনতার কাঁধে তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জেলায় জেলায় টানা ৬০ দিন ঘুরে তিনি ‘জনসংযোগ যাত্রা’ ও ‘গ্রামবাংলার মতামত’ এর ভিত্তিতে পঞ্চায়েতের প্রার্থী বেছে নেবেন।

যদিও সেসব চূড়ান্ত করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রার্থী বাছাই হবে দলের বুথ কর্মীদের পাশাপাশি, সাধারণ মানুষের মতামতের ওপর নির্ভর করে। থাকবে ব্যালট বক্স ৷ থাকবে ব্যালট পেপার ৷ আর গোপন ব্যালটে যে কেউ তার পছন্দ মতো প্রার্থী বেছে নিতে পারেন ৷ গোটা রাজ্য জুড়েই এই কর্মসূচি চালানো হবে ৷ যার সূচনা হবে আজ কোচবিহারের মাথাভাঙ্গা থেকে।

পঞ্চায়েত ভোটের দলের প্রার্থী নির্বাচনে ২৫ এপ্রিল বিকেল পাঁচটায় মাথাভাঙা কলেজ ময়দানে বিশেষ সভা ও কর্মসূচি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সেখানে মাথাভাঙা, দিনহাটা, শীতলকুচি, সিতাই ও মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ৭৫ টি অঞ্চলের সভাপতি, চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সহ এই পাঁচটি বিধানসভা কেন্দ্রের দলের ১৩৬৫ জন বুথ সভাপতি, প্রতিটি অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্যরা ভোটার হিসাবে থাকতে পারেন।

একাধিক কর্মসূচি নিয়ে সোমবার বিকেলে কোচবিহার পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মোহন মন্দিরে পুজো দিয়ে তিনি পৌঁছে যান দিনহাটায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মনে করিয়ে দিয়েছেন, ‘‘ভারতবর্ষে এরকম কোনও কর্মসূচি আগে কেউ করেননি। আমি বরাবর বলি রক্তপাতহীন ভোটের কথা। কিন্তু একমাত্র ভাল প্রার্থী হলেই সেটা সম্ভব।’’

আরও পড়ুন ::

Back to top button