বর্ধমান

তোলা আদায়ের অভিযোগে গ্ৰেপ্তার দুই সিভিক ভলেন্টিয়ার

তোলা আদায়ের অভিযোগে গ্ৰেপ্তার দুই সিভিক ভলেন্টিয়ার

আদালতের চাপে রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের কাজের পরিধি বেঁধে শুক্রবারই নির্দেশিকা জারি করেছে নবান্ন। কিন্তু তা পরেও পূর্ব বর্ধমানে দুইজন সিভিককের উপর তোলা চাওয়ার অভিযোগ উঠেছে।পূর্ব বর্ধমানের মেমারি- চকদিঘী মোড়ে দুটো বালি বোঝাই ট্রাককে জোর করে দাঁড় করিয়ে দুই সিভিক ভলেন্টিয়ার তোলা আদায়ের চেষ্টা করছিল। ট্রাকচালক তোলা দিতে অস্বীকার করায় তাঁকে প্রাণনাশের হুমকি দেয় দুই সিভিক ভলেন্টিয়ার।

দুই সিভিক ভলান্টিয়ার রাজকুমার মান্না ও সেখ আশিকুল রহমান। অভিযোগ, ট্রাক দুটি দাঁড় করানোর পর টাকা চায় অভিযুক্তরা। চালকরা টাকা দিতে না চাইলে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ।

এর পরই এক চালক মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে নেমে মেমারি থানার পুলিশ অভিযুক্ত ২ সিভিক ভলান্টিয়ার-কে গ্রেপ্তার করে। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়েছে।

জানা গিয়েছে, মেমারি থানার পাল্লার মামুদপুরের বাসিন্দা ট্রাক ড্রাইভার বিপ্লব বিশ্বাসের লিখিত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ শনিবার ভোরে অভিযুক্ত দুই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে।

এলাকার সাধারণ মানুষের অভিযোগ, এরা ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখিয়ে তোলা আদায় করে বিভিন্ন গাড়ি থেকে।

আরও পড়ুন ::

Back to top button