নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা, নিরাপত্তা সংক্রান্ত বড় বদল কলকাতা পুলিশের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তায় নয়া সিদ্ধান্ত কলকাতা পুলিশের। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি সংলগ্ন সমস্ত রাস্তায় ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Veeneet Kumar Goyel) নির্দেশক্রমে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এমনই পদক্ষেপ বলে খবর।
উল্লেখ্য , গত শনিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অনুমতিক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাড়ি সংলগ্ন কালীঘাট এবং হাজরা সহ এলাকায় মিছিল করে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএর দাবিতে ওই আন্দোলন। সেই মিছিল ঘিরে শনিবার দিনভর সরগরম ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির এলাকা হাজরা ও সংলগ্ন অঞ্চল হাজরা থেকে বাম, বিজেপি ও কংগ্রেস নেতারা একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান। আর এরপরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় পদক্ষেপ করল লালবাজার (Lal Bazar)।
কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশ বাদ দিয়ে কালীঘাটের বেশ কিছু এলাকায় জারি করা হল ১৪৪ ধারা। আপাতত ২ মাসের জন্য পুলিশের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। আপাতত ওই এলাকা দিয়ে কোনও গাড়ি যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কালীঘাটের বেশ কিছু রাস্তায়।
প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের মিছিল ঘিরে শনিবার সকাল থেকেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশ। কোথাও যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। কালীঘাট ফায়ার স্টেশনের সামনে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
জলকামানও প্রস্তুত রাখা হয়েছিল। কলকাতা পুলিশের সব ক’টি ডিভিশন থেকে ফোর্স নিয়ে আসা হয়েছিল আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। সেই মিছিল ও কর্মসূচির শেষেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেন পুলিশ কমিশনার।