২০২৬ এর বিধানসভা নির্বাচনে আবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকারে আসবে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বহরমপুরের সভায় দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দ্রব্য মূল্য বৃদ্ধি সহ নানা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত তুলোধোনা করেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের নানাবিধ প্রকল্পের বিপরীতে কেন্দ্রের বঞ্চনার আখ্যান তুলে ধরে বিজেপিকে তুমুল কটাক্ষ করেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গত দু বছরে ৩৭ হাজার কোটি টাকা দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে। মোদি ১০০০ টাকা নিয়ে চলে যাচ্ছে আধার লিঙ্ক এর নাম করে। একই সঙ্গে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, “দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে। কোনও নেতা কেউ কানে তুলো গুঁজে থাকতে পারবে না বকেয়া আদায় নিয়ে। “
কেন্দ্রের বিজেপি সরকারকে তুমুল কটাক্ষ শানিয়ে অভিষেক বলেন, “গোল দেব ওদের তথ্য দিয়েই। যদি কেন্দ্রের তরফে তথ্য নিয়ে আসে।” এই প্রসঙ্গে ডিভিডি প্লেয়ার ও ক্যাসেট-এর তুলনা টেনে অভিষেক বলেন, “তৃণমূল কংগ্রেস হাই কোয়ালিটি ডিভিডি, বিজেপি হচ্ছে ভাঙা ক্যাসেট। তৃণমূল জিতলে মানুষ শক্তিশালী হবে, হারলে মানুষ দুর্বল হবে।”
বহরমপুরে দলীয় অধিবেশনে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “আগামী দিনে লাগাতার কর্মসূচী পালন করতে হবে। প্রয়োজনে বারেবারে মানুষের কাছে যান। মুর্শিদাবাদের তিনটি লোকসভাই আমাদের জিততে হবে।” এদিন ২০২৪ এর লক্ষ্যে ফের টার্গেট বেঁধে দিয়ে অভিষেক বলেন, ” ২০২১ এর বিধানসভার থেকেও ভালো রেজাল্ট করতে হবে।”