সরকারি ডাক্তার বদলিতে তৃণমূলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
একের পর এক বেনিয়মের জেরে কার্যত ব্যাকফুটে রাজ্য সরকার। কিছুদিন আগেই অভিযোগ উঠেছিল শিক্ষক বদলির জন্য নাকি নেওয়া হয় ঘুষ। কিন্তু এবার সামনে এলো বিরাট অনিয়ম । সরকারি চিকিত্সককে বদলির জন্য ঘুষ নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের চিকিৎসক সংগঠনের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে স্বাস্থ্য অধিকর্তা ও ডিজিকে চিঠি পাঠিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও আইএমএ-র রাজ্যশাখার সম্পাদক শান্তনু সেন।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের চিকিত্সক সংগঠনের নেতা।
এই অভিযোগ, যা নিয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও রাজ্য পুলিশের ডিজির কাছে লিখিত অভিযোগ করলেন খোদ তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ ও আইএমএ-র রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেন।
পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করে অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত চিকিত্সক। এই ঘটনা ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে চাপানউতোর। গোটা ঘটনার সূত্রপাত মুর্শিদাবাদের বেলডাঙা ব্লকের শক্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সক অনুপম মণ্ডলকে ঘিরে ।
সম্প্রতি আইএমএ-র রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেনকে চিঠি লিখে তিনি অভিযোগ করেন, নিজেকে প্রভাবশালী দাবি করে, বদলির জন্য তাঁর কাছ থেকে কয়েকদফায় মোটা টাকা নিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে কর্মরত চিকিত্সক বীরুপাক্ষ বিশ্বাস ।
এই বীরুপাক্ষ বিশ্বাস চিকিত্সক হওয়ার পাশাপাশি তৃণমূলের চিকিত্সক সংগঠনের একজন নেতাও। এই পরিস্থিতিতে দলেরই চিকিত্সক সংগঠনের নেতার বিরুদ্ধে এ হেন অভিযোগপত্র পেয়ে, তা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর কাছে ফরওয়ার্ড করে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। চিঠিতে আইএমএ-র রাজ্য শাখার সম্পাদক লিখেছেন, এই ব্যক্তির বিরুদ্ধে অতীতে একাধিকবার এই ধরনের অভিযোগ এসেছে ।
এমনকি বীরুপাক্ষ বিশ্বাস বেআইনিভাবে গাড়িতে নীলবাতি ব্যবহার করেন বলেও অভিযোগ করেছেন শান্তনু সেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিত্সক বীরুপাক্ষ বিশ্বাস। তাঁর দাবি, অনুপম মণ্ডল তাঁকে ৮ হাজার টাকা ধার দিয়েছিলেন। যার মধ্যে ৫ হাজার টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছেন।
পাশাপাশি নাম না করে শান্তনু সেনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার বশে অনুপম মণ্ডলকে চাপ দিয়ে অভিযোগ করানো হয়ে থাকতে পারে বলে পাল্টা দাবি করেছেন তিনি। এমনকি যে কোনওরকম তদন্তের মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন তৃণমূলের চিকিত্সক সংগঠনের নেতা বীরুপাক্ষ বিশ্বাস।