রাজনীতিরাজ্য

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যপাল কে চিঠি বিজেপির, রাজ্যপাল কে চিঠি সুকান্তর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যপাল কে চিঠি বিজেপির, রাজ্যপাল কে চিঠি সুকান্তর

অবাধ পঞ্চায়েত ভোটের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবং হিংসামুক্ত ভোটের দাবিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mojumdar)। এদিন সুকান্তের নেতৃত্বে রাজ্য বিজেপির প্রতিনিধিদল দেখাও করেন রাজ্যপালের সঙ্গে৷ সেখানেই তাঁর হাতে চিঠিটি তুলে দেন সুকান্ত৷

সূত্রের খবর, রাজ্যপালকে লেখা তিন পাতার চিঠিতে সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি কর্মী সমর্থকদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ছবি সামনে আসছে।’’ শুধু তাই নয়, সুকান্তর দাবি, এই হিংসার মাত্রা ভবিষ্যতে আরও বাড়তে চলেছে৷

এই পরিস্থিতিতে হিংসামুক্ত ভোট পরিচালনার জন্য অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন বঙ্গের পদ্ম সেনাপতি। রাজ্যপালকে লেখা চিঠিতে সুকান্ত জানিয়েছেন, ‘‘গত বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী অশান্তির ঘটনায় বেশ কিছু ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশের পরিচালনায় ভোট কার্যত প্রহসনে পরিণত হয়েছিল৷’’

গত পঞ্চায়েত ভোটের নজির তুলে হিংসামুক্ত ভোট পরিচালনার ক্ষেত্রে রাজ্য পুলিশ ও রাজ‌্য নির্বাচন কমিশনের অকার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত৷ লিখেছেন, ‘‘রাজ্য পুলিশ নয়, আসন্ন পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন জরুরি।’’

একই সঙ্গে তাঁর দাবি, সিভিক পুলিশ-সহ শাসক দল ঘনিষ্ঠ অন্যান্যদের দিয়েও ভোট পরিচালনা করানোর চেষ্টা চালানো হচ্ছে। রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালকে লেখা চিঠিতে সুকান্ত মজুমদার ভোটগ্রহণ কেন্দ্র সংলগ্ন এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানোরও দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, আজ, শনিবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Mojumdar) নেতৃত্বে বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই দলে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, দলের অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্য নেতৃত্ব। সূত্রের খবর, এদিনের গেরুয়া শিবিরের প্রতিনিধি দলকে রাজ্যপাল আশ্বস্ত করেন যে, তাদেঁর অভিযোগের বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

সূত্রের খবর, বিজেপির প্রতিনিধি দল রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার পরেই সেখানে যান রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার৷ যদিও দায়িত্বগ্রহণের পরে তিনি রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন বলেই জানা গিয়েছে৷

আরও পড়ুন ::

Back to top button