ঝাড়গ্রাম

ধৃত কুড়মি নেতা-কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে গ্রাম ভিত্তিক অর্থ সংগ্রহ শুরু করল ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি

স্বপ্নীল মজুমদার

ধৃত কুড়মি নেতা-কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে গ্রাম ভিত্তিক অর্থ সংগ্রহ শুরু করল ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি

জেলবন্দি কুড়মি আন্দোলনের নেতা-কর্মীদের মুক্তির জন্য আইনি লড়াই চালাতে প্রয়োজন অর্থ। জেলবন্দি পরিবারগুলির পাশেও দাঁড়াতে চায় কুড়মি আন্দোলনের ঘাঘর ঘেরা কমিটি।

এ জন্য গ্রাম ভিত্তিক তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সমাজের প্রতি আগেই ঘাঘর ঘেরা কমিটির নেতারা আর্থিক দায়ভার বহনের জন্য সাহায্যের আবেদন করেছিলেন।

রবিবার গ্রামে-গ্রামে অর্থ সংগ্রহের আনুষ্ঠানিক সূচনা হল। এদিন ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া পঞ্চায়েতের ভাঙাবাঁধ গ্রামে আনুষ্ঠানিক ভাবে গ্রাম ভিত্তিক অর্থ সংগ্রহের কাজ শুরু হল। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতা তথা মুখপাত্র অশোক মাহাতো এদিন গ্রামবাসীদের বাড়ি বাড়ি কৌটে নিয়ে ঘোরেন।

স্বেচ্ছায় কুড়মি সম্প্রদায়ের মানুষজন অর্থ সাহায্য করেন। অশোক বলেন, ‘‘এদিন ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। খেতমজুর থেকে চাষি, ছাত্রছাত্রী, চাকরিজীবী, গৃহবধূ সকলেই সাধ্যমত অর্থ সাহায্য করেছেন। জঙ্গলমহলের সমস্ত কুড়মি অধ্যুষিত গ্রাম গুলিতে অর্থ সংগ্রহ অভিযান চলবে।

এদিকে মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে হামলার অভিযুক্ত রাজেশ মাহাতো সহ ১১ জন কুড়মি আন্দোলনের নেতা-কর্মীকে আজ সোমবার ঝাড়গ্রাম প্রথম দায়রা আদালতে হাজির করার দিন। রাজেশদের অন্য আরো তিনটি মামলায় গ্রেফতার করার জন্য (শোন অ্যারেস্ট) পুলিশের আবেদনের ভিত্তিতে তাদের ঝাড়গ্রাম সিজেএম আদালতেও হাজির করা হবে।

আরও পড়ুন ::

Back to top button