লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাইক চালক এক যুবকের।
শনিবার রাতে লালগড় সেতুতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শান্তনু মহন্ত (৩২)। তার বাড়ি লালগড় থানার রামগড়ে।
তিনি ফ্লিপকার্টের ডেলিভারী বয়ের কাজ করতেন। শনিবার খড়্গপুরে ফ্লিপকার্টের একটি মিটিংয়ে যোগ দেওয়ার পর ঝাড়গ্রাম হয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালগড়ের কংসাবতী সেতু দিয়ে যাওয়ার সময় সামনে একটি লরি চলে আসে। ওই সময় সেতুর রাস্তার এক পাশে মোষ থাকায় পাশ কাটাতে গিয়ে পড়ে যান শান্তনু। লরির চাকায় পিষ্ট হন তিনি।
পুলিশ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিবাহিত শান্তনুর তিন বছরের ছেলে রয়েছে।
তাঁর দাদা সন্দীপ মহন্ত বলেন, কোথা থেকে কি হয়ে গেল। ভাইয়ের বাড়ি ফিরতে দেরী হচ্ছে দেখে রাতে ওর মোবাইলে ফোন করলে লালগড় থানার পুলিশ ফোন ধরে খবরটা দিয়েছিল। তারপরই আমরা জানতে পারি।