Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

টাকা ও গয়না হাতানোর অভিযোগে দুই সাপুড়ে গ্রেফতার

স্বপ্নীল মজুমদার

টাকা ও গয়না হাতানোর অভিযোগে দুই সাপুড়ে গ্রেফতার
উদ্ধার হওয়া সোনার দুল ও নগদ টাকা

টাকা ও সোনার গয়না হাতানোর অভিযোগে দুই সাপুড়েকে গ্রেফতার করল নয়াগ্রাম থানার পুলিশ। ধৃতরা হল ফারুক মণ্ডল ও ডুদু মাল।

ফারুকের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার আটঘোড়া গ্রামে। ডুদুর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার মড়কপুরে।

পুলিশ জানায়, তারা মূলত সাপ খেলা দেখানোর নাম করে দুষ্কর্ম করত। রবিবার রাতে নয়াগ্রাম থানার দামোদরপুর গ্রাম থেকে তাদের ধরা হয়। ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ১৪ জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে নয়াগ্রাম থানার কাশিয়া গ্রামে দুই অভিযুক্ত সাপ খেলা দেখাতে গিয়েছিল। সাপ খেলা দেখানোর ফাঁকে ফারুক ও ডুদু গ্রামবাসীদের জানায়, তারা পুরনো সোনার গয়না পরিষ্কার করে নতুনের মত চকচকে করে দেয়। সেই ফাঁদে পা দেন কাশিয়া গ্রামের রবি টুডুর স্ত্রী লক্ষ্মী টুডু।

এরপর ওই দম্পতি বাড়ি থেকে সোনার কানের দুল ও টাকা এনে দেন। চোখের নিমেষে দুল ও টাকা হাতিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী।

নয়াগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন রবি। তল্লাশি অভিযুক্তদের ধরা হয়। সোনার দুল ও টাকা উদ্ধার হয়।

আরও পড়ুন ::

Back to top button