ঝাড়গ্রাম

ঝাড়গ্রামের অনাথ রক্তিম ইতালিতে পেল নতুন বাবা-মা

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রামের অনাথ রক্তিম ইতালিতে পেল নতুন বাবা-মা

অত্যাচারিতা এক মহিলা পুত্রসন্তান প্রসব করার পর শিশুটির দায়িত্ব নিতে অপারগ হন। সদ্যোজাতকে তিনি তুলে দিয়েছিলেন ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে।

চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশক্রমে ২০২১ সালের নভেম্বরে শিশুটির ঠাঁই হয় ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার নিবেদিতা গ্রামীণ কর্মমন্দিরের সরকারি দত্তক হোমে। হোম কর্তৃপক্ষ শিশুটির নামকরণ করেন রক্তিম।

ঝাড়গ্রামের অনাথ রক্তিম ইতালিতে পেল নতুন বাবা-মা

মঙ্গলবার ১ বছর নয় মাসের রক্তিমকে দত্তক নিলেন ইতালির দম্পতি লোরেঞ্জো আলুমি ও তাঁর স্ত্রী এলিওনোরা সিমনি। ইতালির ভেনিতো শহরের বাসিন্দা লোরেঞ্জো বেসরকারি সংস্থার কর্মী। এলিওনোরা একজন মনোবিদ। ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়। কিন্তু তাদের কোনও সন্তান নেই।

সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি-র (কারা) মাধ্যমে অনলাইনে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য ইতালির ওই দম্পতি আবেদন করেছিলেন। আবেদন খতিয়ে দেখার পরে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি প্রয়োজনীয় ছাড়পত্র দেয়।

ঝাড়গ্রামের অনাথ রক্তিম ইতালিতে পেল নতুন বাবা-মা

এরপরই মানিকপাড়ার আশ্রমে মঙ্গলবার দুপুরে সংস্থার সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় শিশুটিকে নতুন বাবা-মায়ের হাতে তুলে দেন। হোমের কো-অর্ডিনেটর সুকুমার দোলই বলেন, সেন্ট্রাল অ্যাডপসন রিসোর্স অথরিটির তত্ত্বাবধানে অথরাইজড ফরেন অ্যাডপসন এজেন্সি-র মাধ্যমে নতুন বাবা-মায়ের কাছে রক্তিম কেমন রয়েছে, সেটা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন ::

Back to top button