ঝাড়গ্রাম

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় সাত বছর পর মিলল আধার কার্ড

স্বপ্নীল মজুমদার

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় সাত বছর পর মিলল আধার কার্ড

সাত বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল আধার কার্ড। কার্ডের নম্বর মনে ছিল না। কোনও জেরস্ক করাও ছিল না।

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় সাত বছর পর আধার কার্ড ফিরে পেলেন ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের পেটবিন্ধি গ্রামের নিতাই দেহুরি। আধারে নিতাইয়ের মোবাইল নম্বর যোগ করা ছিল না। আধার না থাকায় রেশন পাচ্ছিলেন না নিতাই।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকায় ব্যাঙ্ক থেকে টাকাও তুলতে পারছিলেন না তিনি। রাঁচীর আধার রিজিওনাল অফিসে গিয়েছিলেন নিতাই। কিন্তু সেখানে গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে। এরপর তিনি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বেলিয়াবেড়া ব্লকের প্যারা লিগ্যাল ভলান্টিয়ার রীতা দাস দত্তকে বিষয়টি জানান।

রীতা বিষয়টি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নজরে আনেন। এরপর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আধার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হয়।

নিতাইয়ের ভোটার কার্ড দিয়ে বিশেষ প্রক্রিয়ায় আধার কার্ডের নম্বর খোঁজা শুরু হয়। সপ্তাহ দু’য়েকের চেষ্টায় আধারের এনরোলমেন্ট নম্বর পাওয়া যায়।

অবশেষে শুক্রবার ডাকযোগে আধার কার্য পেয়ে গিয়েছেন নিতাই।

আরও পড়ুন ::

Back to top button