ঝাড়গ্রাম

মনোনয়ন প্রত্যাহার না করলে দলের দরজা চিরতরে বন্ধ, দলের গোঁজ প্রার্থীদের বার্তা ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতির

স্বপ্নীল মজুমদার

মনোনয়ন প্রত্যাহার না করলে দলের দরজা চিরতরে বন্ধ, দলের গোঁজ প্রার্থীদের বার্তা ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতির

বিদায়ী জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষরা মনোনয়ন প্রত্যাহার না করলে দলের দরজা তাঁদের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে।

এমনই হুঁশিয়ারী দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু। রবিবার বিকেলে ঝাড়গ্রাম শহরের রূপছায়া মোড়ে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলের গোঁজ প্রার্থীদের উদ্দেশ্যে দুলাল জানিয়ে দেন, সভাধিপতি হোন, আর কর্মাধ্যক্ষই হোন, দলের আদর্শে বিশ্বাসী হয়ে থাকলে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করা উচিত। তাঁদের বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, মনোনয়নপত্র প্রত্যাহার করে নিন।

দুলালের কথায়, কেউ যদি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পছন্দ করেন, তাহলে তাঁরা আর কখনও দলে ফিরতে পারবেন না। দলের জানালা-দরজা তাঁদের জন্য বন্ধ থাকবে। তাঁদের সিদ্ধান্ত বিরোধীদের হাত শক্ত করবে।

দুলাল আশ্বাস দিযে বলেন, মনোনয়ন প্রত্যাহার করলে দল তাঁদের পাশে দাঁড়াবে। তাঁদের সমস্যার সমাধান করবে। আগামী দিনে দল তাঁদের বিষয়টা নিশ্চিত করে ভাববে। অন্য কোন দায়িত্ব তাদের দিতেও পারে।

ঝাড়গ্রাম জেলা পরিষদের ১৯টি আসনের মধ্যে ১২টি আসনে তৃণমূলের গোঁজ প্রার্থীরা দাঁড়িয়ে পড়েছেন। পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের আসনগুলিতেও তৃণমূলের গোঁজ প্রার্থীর ছড়াছড়ি। দলের ভোট ভাগ হয়ে সেটা তৃণমূলের ক্ষতি।

এখন দেখার জেলা সভাপতির ডাকে সাড়া দিয়ে কতজন গোঁজ তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

আরও পড়ুন ::

Back to top button