জুন মাসের ২০ তারিখে সূর্যে এক ভয়ানক সৌরঝড় উঠেছে৷ আর সেই সৌরঝড়ই এসে আছড়ে পড়তে পারে পৃথিবীতে৷ তেমনই এক ভয়ানক কথা জানিয়েছে নাসা (NASA)৷ সেই উত্তর আমেরিকা রেডিও ব্ল্যাক আউটের মুখে পড়েছে , তাই নিয়েই শুরু হয়েছে আশঙ্কা৷
স্পেস ওয়েদারের তরফ থেকে বলা হয়েছে , সিএমই জানিয়েছে, সৌরঝড় সরাসরি আছড়ে পড়তে পারে শুক্র ও মঙ্গলে৷ নাসা মডেল সেই কথাই জানিয়েছে৷ শুক্রে আছড়ে পড়ার পর সেটি পৃথিবীর একটি অংশে তরঙ্গ তৈরি করতে পারে৷
তবে বড় কোনও ঝামেলার থাকে মুক্তি পেতে পারে পৃথিবী৷ অল্প শক্তির কোনও সৌর তরঙ্গের ঝাপটা এসে লাগতে পারে৷ তবে মোবাইল নেটওয়ার্ক, স্যাটেলাইটে প্রভাব পড়তে পারে, ঝামেলা হতে পারে জিপিএস সিস্টেমেও৷ মোট তিনটি গ্রহতে ঝামেলা হতে পারে সৌরঝড়ের কারণে৷ নাসার (NASA) তরফ থেকে বলা হয়েছে, সৌরঝড়ের মুখে সবচেয়ে বেশি পড়তে পারে শুক্রগ্রহ৷
এর ফলে আরও উজ্জ্বল হতে পারে মঙ্গল৷ সেটি আরও উজ্জ্বল হতে পারে৷ নাসার সোহো স্যাটেলাইট ডিসেম্বর ২, ১৯৯৫ সালে নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটি স্যাটেলাইট পাঠায়৷ মূলত সেই স্যাটেলাইটের সাহায্যেই সূর্যের গতিবিধি লক্ষ্য রাখা হয়৷ সেগুলির মধ্যেই এই গতিবিধি ধরা পড়ে৷