Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রযুক্তি

সূর্যে শুরু হয়েছে ভয়ানক সৌর ঝড়, আঘাত হানতে পারে পৃথিবীর বুকেও

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সূর্যে শুরু হয়েছে ভয়ানক সৌর ঝড়, আঘাত হানতে পারে পৃথিবীর বুকেও

জুন মাসের ২০ তারিখে সূর্যে এক ভয়ানক সৌরঝড় উঠেছে৷ আর সেই সৌরঝড়ই এসে আছড়ে পড়তে পারে পৃথিবীতে৷ তেমনই এক ভয়ানক কথা জানিয়েছে নাসা (NASA)৷ সেই উত্তর আমেরিকা রেডিও ব্ল্যাক আউটের মুখে পড়েছে , তাই নিয়েই শুরু হয়েছে আশঙ্কা৷

স্পেস ওয়েদারের তরফ থেকে বলা হয়েছে , সিএমই জানিয়েছে, সৌরঝড় সরাসরি আছড়ে পড়তে পারে শুক্র ও মঙ্গলে৷ নাসা মডেল সেই কথাই জানিয়েছে৷ শুক্রে আছড়ে পড়ার পর সেটি পৃথিবীর একটি অংশে তরঙ্গ তৈরি করতে পারে৷

তবে বড় কোনও ঝামেলার থাকে মুক্তি পেতে পারে পৃথিবী৷ অল্প শক্তির কোনও সৌর তরঙ্গের ঝাপটা এসে লাগতে পারে৷ তবে মোবাইল নেটওয়ার্ক, স্যাটেলাইটে প্রভাব পড়তে পারে, ঝামেলা হতে পারে জিপিএস সিস্টেমেও৷ মোট তিনটি গ্রহতে ঝামেলা হতে পারে সৌরঝড়ের কারণে৷ নাসার (NASA) তরফ থেকে বলা হয়েছে, সৌরঝড়ের মুখে সবচেয়ে বেশি পড়তে পারে শুক্রগ্রহ৷

এর ফলে আরও উজ্জ্বল হতে পারে মঙ্গল৷ সেটি আরও উজ্জ্বল হতে পারে৷ নাসার সোহো স্যাটেলাইট ডিসেম্বর ২, ১৯৯৫ সালে নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটি স্যাটেলাইট পাঠায়৷ মূলত সেই স্যাটেলাইটের সাহায্যেই সূর্যের গতিবিধি লক্ষ্য রাখা হয়৷ সেগুলির মধ্যেই এই গতিবিধি ধরা পড়ে৷

আরও পড়ুন ::

Back to top button