ঘরের প্রয়োজনে ঝাঁটা কিনছেন? মানছেন এই নিয়ম গুলো? কি বলছে জ্যোতিষ শাস্ত্র
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
ঘরবাড়ি পরিষ্কার করার জন্য সাধারণত আমরা ঝাঁটা ব্যবহার করে থাকি। ঝাঁটা রাখা, ব্যবহার এমনকী কেনার ক্ষেত্রেও কিছু বিশেষ নিয়ম মাথায় রাখা উচিত। কেউ যদি এই নিয়মগুলি অনুসরণ না করেন, তাহলে তিনি বেজায় সমস্যায় পড়তে পারেন। আর সবথেকে বড় কথা হল, এই নিয়ম পালন না করলে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন বলেও বিশ্বাস।
এই প্রসঙ্গে আজ কথা বলতে চলেছেন কাশীর পণ্ডিত ও জ্যোতিষী স্বামী কানহাইয়া মহারাজ (Swami Kanhaiya Maharaj)। তিনি জানান যে, ঝাঁটা রাখা এবং ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে।
প্রত্যেকেরই উচিত এই নিয়মগুলি অনুসরণ করে চলা। একটা উদাহরণ দিয়েই বোঝানো যাক বিষয়টা। যেমন – ঝাঁটা ব্যবহার করার পর সেটা কখনওই দাঁড় করিয়ে রাখা উচিত নয়। এতে জীবনে তুমুল অসুবিধা সৃষ্টি হতে পারে।
ঝাঁটায় পা দেওয়া নৈব নৈব চ!
জ্যোতিষাচার্য স্বামী কানহাইয়া মহারাজের (Swami Kanhaiya Maharaj) মতে, ঝাঁটাতে কখনওই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র্যের বাতাবরণও তৈরি হতে পারে।
আর যদি ভুলবশত ঝাঁটায় পা পড়ে যায়, তাহলে অবশ্যই দেবী লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। অনেক সময়ই অসাবধানবশত ভুল করে ঝাঁটায় পা লেগে যেতে পারে, সেক্ষেত্রে এই প্রতিকারটিই আবশ্যক।