পঞ্চায়েতের প্রচার – ময়দানে নামছেন খোদ তৃণমূল সুপ্রিমো, উত্তরবঙ্গ দিয়ে শুরু সফর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election) সামনে রেখে ময়দানে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই প্রচারে ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার বিকেলে উত্তরবঙ্গে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে (North Bengal) একাধিক জনসভা করার কথা তাঁর।
জানা গিয়েছে , রবিবার দুপুরেই কোচবিহারের জন্য রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে কোচবিহার জেলার দক্ষিণ কোচবিহার বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত চ্যাংড়াবান্ধা এলাকায় পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election) সামনে রেখে প্রথম জনসভা করবেন। কোচবিহারের এই জনসভা করার পর তিনি জলপাইগুড়ির মালবাজার যাবেন।
সূত্রের খবর, মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দলীয় স্তরে সেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। শুক্রবার রাতেই কোচবিহার জেলা নেতৃত্বকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সফরের কথা। ফলে কোচবিহার জেলা নেতৃত্বের তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে।
প্রসঙ্গে কোচবিহার জেলার তৃণমূল (Trinamool Congress) নেতা রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) বলেন, “মুখ্যমন্ত্রী আসবেন বলে শুনেছি। সোমবার উনি জনসভা করতে পারেন। আমরা সেই কথা মাথায় রেখেই প্রস্তুতি নিতে শুরু করেছি।” জলপাইগুড়ি, মালবাজার ছাড়াও উত্তরবঙ্গে (North Bengal) আরও কয়েকটি জনসভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।