উত্তরে কমলেও আগামী ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে – রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
উত্তরবঙ্গে (North Bengal) কমবে বৃষ্টির পরিমাণ আর দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী ৪৮-৭২ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)। গত এক সপ্তাহের ভারী বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের নদীতে জলস্তর বিপদ সীমার কাছাকাছি। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ আবহাওয়া দফতরের।
রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা। দামিনী অ্যাপ ডাউনলোড করে নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। আগামী তিন দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ২৩ জুন গোটা রাজ্যে ছেয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। অর্থাৎ বাংলার আনাচে-কানাচে বর্ষা ঢুকে গেল। ১২ জুন উত্তরবঙ্গে (North Bengal) বর্ষা প্রবেশের পর মালদহের ওপরে তার অবস্থান ছিল ১৮ জুন পর্যন্ত।
উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি। গত সাত দিনের মতো না হলেও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। দেশে তাপপ্রবাহের আর কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে।
দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি বাড়বে আগামী তিন দিন। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রায় সব জেলাতেই। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে রবি এবং সোমবার। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায়। এই ৩ দিনে কলকাতাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে (South Bengal) আজ থেকে সক্রিয় হবে মৌসুমী বায়ু।
কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিন অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে কয়েক জেলায়। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রাই কমতে শুরু করবে।