প্রয়াত স্ত্রী, অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিতে আদালতের দ্বারস্থ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
স্ত্রীর অন্ত্যেষ্টি কাজে যোগ দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের কাছে জরুরি জামিনের আবেদন জানিয়েও স্বস্তি পেলেন না সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Kriahna Bhadra) ওরফে কালীঘাটের কাকু৷ আদালত জানিয়ে দিল, এ বিষয়ে হস্তক্ষেপ করবে না তারা৷
তবে জেল কর্তৃপক্ষ চাইলে নিয়ম মেনে সুজয় কৃষ্ণ ভদ্রকে (Sujoy Krishna Bhadra) প্যারোলে ছাড়তে পারে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ৷ পাশাপাশি সুজয়কৃষ্ণ ভদ্র জরুরি জামিনের যে আবেদন করেছেন, আগামী শুক্রবার তার শুনানি হবে বলও জানিয়ে দিয়েছে হাইকোর্ট৷
যদিও ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করতে গিয়ে পাল্টা দাবি করেন , এসকর্ট বা পুলিশি নিরাপত্তা ছাড়া সুজয় কৃষ্ণ ভদ্রকে জামিন দিলে তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে৷ এই আশঙ্কার কথা শুনে বিচারপতি জানান, জেল কর্তৃপক্ষ প্যারোলে মুক্তি দিলে এসকর্ট দিয়েই তা করতে হবে৷
এ দিন সকালেই প্রয়াত হয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর স্ত্রী৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তিনি৷ স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরই হাইকোর্টে জরুরি জামিনের আবেদন করেন তিনি৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে মামলাটি৷