পঞ্চায়েতের প্রচারে উত্তরবঙ্গে শুভেন্দু , শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে কী বার্তা – নজর বিজেপি কর্মীদের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
রবিবার উত্তরবঙ্গে পা রেখেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উত্তরবঙ্গে প্রচার চলাকালীনই রবিবার দুদিনের উত্তরবঙ্গ সফরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি এবার দলীয় প্রার্থীদের সমর্থনে রবিবার আলিপুরদুয়ার জেলায় তিন তিনটি জনসভা করবেন শুভেন্দু।
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি শিবিরের অভিযোগ ,’উত্তরবঙ্গকে নানাভাবে বঞ্চনা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো কোনও উন্নয়নই হয়নি উত্তরবঙ্গে। চা শ্রমিকদের পাশাপাশি প্রান্তিক এলাকার মানুষজনের নিদারুণ কষ্টে দিন কাটছে’। শুভেন্দু অধিকারী বারবারই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে নিশানা করে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে সরব হন।
গ্রামীন এলাকাতেও কেন্দ্রীয় প্রকল্পের ব্যাপক দুর্নীতি হয়েছে। উন্নয়নের বদলে লুট করেছে তৃণমূল। এমন অভিযোগেরও বোমা ফাটিয়েছেন শুভেন্দু। এবার সেই উত্তরবঙ্গ থেকে পঞ্চায়েত নির্বাচনের মুখে শুভেন্দু অধিকারী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। রবিবার পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ রবিবাসরীও প্রচারে বীরপাড়ার মাদারিহাটের জুবিলি ক্লাব ময়দানে প্রথম জনসভা করার পাশাপাশি বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী আলিপুরদুয়ারে আরও দুটি জনসভা করবেন। কালচিনি এবং বিরোবিশা কুমারগ্রামেও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
দুদিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন, সোমবার, জলপাইগুড়ি জেলাতে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। বিজেপি শিবির মনে করছে যে, দক্ষিণবঙ্গের থেকেও উত্তরবঙ্গ তাদের বিগত নির্বাচন গুলির মতো এবারেও পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করবে। তাই উত্তরবঙ্গকে পাখির চোখ করে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি কার্যত আদা জল খেয়ে ভোট প্রচারে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বঙ্গ পদ্ম শিবিরের নেতারা।