ক্রিকেটফুটবল

বিরাটের সাথে শুধু আড্ডা নয়, গুরুত্বপূর্ন আলোচনা হয় : অকপট সুনীল ছেত্রি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Virat Kohli and Sunil Chhetri : বিরাটের সাথে শুধু আড্ডা নয়, গুরুত্বপূর্ন আলোচনা হয় : অকপট সুনীল ছেত্রি - West Bengal News 24

একজন ভারতীয় ফুটবলের আইকন। অন্যজন ভারতীয় ক্রিকেট টিমের আইকন। এই দু’জনের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। কথা হচ্ছে সুনীল ছেত্রী (Sunil Chettri) ও বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে। ভারতীয় ফুটবল জগতের সুপারস্টার সুনীল ছেত্রী (Sunil Chhetri) দেশকে একের পর এক খেতাব জেতাচ্ছেন। সম্প্রতি সুনীলের নেতৃত্বে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত। ৩৮-এও অপ্রতিরোধ্য সুনীল। তাঁর সামনে যখন থাকেন বিরাট কোহলি, তখন এই জুটি হয় দেখার মতো।

হাসি-ঠাট্টা খুনসুটিতে মেতে ওঠেন ভারতের ২ তারকা। এবার সুনীল জানালেন তাঁদের মধ্যে শুধু হাসি-ঠাট্টাই হয় না। তাঁরা একে অপরকে বেশ ভালো মতো চেনেন। তাই বিভিন্ন সময় বিরাটের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ আলোচনাও করেন। কোহলির (Virat Kohli) সঙ্গে নিজের বন্ডিং নিয়ে আর কী কী বললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ?

সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল ছেত্রী জানান, হাসি-ঠাট্টার পাশাপাশি বিরাটের সঙ্গে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি। সুনীল-বিরাটরা একে অপরের প্রত্যাশা নিয়েও আলোচনা করেন।

ব্লু টাইগারের অধিনায়ক বলেন, ‘আমাদের মধ্যে সাধারণ বিষয় নিয়ে আলোচনা তো হয়ই। হাসি-ঠাট্টা লেগেই থাকে। আমরা খুব মজাও করি। কোহলির সঙ্গে আমার অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাও হয়। এমনটা নয় যে আমরা প্রতিদিন কথা বলি। এমন অনেক সময় হয়েছে যে আমরা বেশ কয়েক মাস একে অপরের সঙ্গে কথা বলিনি। কিন্তু তার পরও আমরা একে অপরকে খুব ভালোভাবেই বুঝতে পারি।’

সুনীল আরও বলেন, ‘খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও আমরা একে অপরের পাশে দাঁড়াই। আমরা একে অপরের সঙ্গে এমন সময় চ্যাট করি যখন নিজেদের প্রকাশ করার জন্য পাশে কাউকে প্রয়োজন হয়। বিরাট আমার এমন অনেক কথা বোঝে, যা বাকিরা বুঝতে পারে না।’

বিরাট আর সুনীলের মধ্যে বন্ধুত্ব যেমন অনেকের নজরে পড়ে, তেমনই তাঁদের মধ্যে অনেকেই প্রচুর মিলও খুঁজে পান। দু’জনই প্রমাণ করে চলেছেন বয়স শুধু সংখ্যামাত্র। তাঁরা এখনও চূড়ান্ত ফিট। তাঁদের ডায়েটেও অনেক মিল রয়েছে। আর তাঁরা দু’জনই সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ফিটনেসের দিক থেকে তাঁদের টেক্কা দেওয়ার মতো জুড়ি মেলা ভার।

আরও পড়ুন ::

Back to top button