রাজ্য

কেন্দ্রীয় বাহিনী সঠিক জায়গায় মোতায়েন না করায় রাজ্যে এত হিংসা – হাইকোর্টে যাওয়ার আগেই নিষ্পত্তি চায় নবান্ন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কেন্দ্রীয় বাহিনী সঠিক জায়গায় মোতায়েন না করায় রাজ্যে এত হিংসা - হাইকোর্টে যাওয়ার আগেই নিষ্পত্তি চায় নবান্ন

গোটা ভোট পর্বে কেন্দ্রীয় বাহিনীর উপযুক্ত ব্যবহার নিয়ে বারবার রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা৷ বিজেপি-সহ অন্য বিরোধী দল দাবি করেছে, কেন্দ্রীয় বাহিনীকে সময়পোযুক্ত সাহায্য এবং নির্দিষ্ট জায়গায় ঠিকমতো মোতায়েন না করার ফলেই এই পঞ্চায়েত ভোটে এত হিংসার সাক্ষী হয়েছে বাংলা৷ ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে এদিন রাজ্যপালকে একটি রিপোর্টও জমা দিয়েছেন বিএসএফ স্পেশাল ডিজি৷ সেখানে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি সামলানোর বিষয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর৷

কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে আরও কোনও অভিযোগ যাতে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত না গড়ায়, এবার তা নিশ্চিত করতে চাইছে নবান্ন৷ নির্বাচন পরবর্তী হিংসা আটকাতে বা আগামী কয়েক দিন কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের ক্ষেত্রে যাতে কোনও অভিযোগ না ওঠে তা নিয়ে জেলাশাসক – পুলিশ সুপারদের সতর্ক করলেন মুখ্যসচিব।

নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে দুপুর ১টা থেকে মুখ্যসচিবের সঙ্গে জরুরি বৈঠক হয় বিভিন্ন জেলাশাসক-পুলিশ সুপারদের। প্রায় এক ঘণ্টার সেই বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন, নির্বাচন পরবর্তী হিংসা যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে লাগাতার এরিয়া ডমিনেশন বা রুটমার্চ চালিয়ে যেতে হবে। যেসব জায়গায় নির্বাচন পরবর্তী হিংসার পরিস্থিতি তৈরি হতে পারে, সেই সব এলাকায় কঠোরভাবে নজরদারি করতে হবে। প্রয়োজনে সেখানে আগেভাগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখতে হবে।

মুখ্যসচিবের পরামর্শ, কেন্দ্রীয় বাহিনীকে সব রকমের সহযোগিতা করতে হবে রাজ্য পুলিশকে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি, এমন অভিযোগ যাতে না ওঠে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জেলাশাসক ও পুলিশ সুপারদের। স্পষ্ট বার্তা, নবান্ন চায় না কোনওরকম হিংসা বা রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটুক৷

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা সহ শীর্ষ আধিকারিকরা। আরপিএফ, বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেই বিভিন্ন জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে মুখ্য সচিব এই জরুরি বৈঠক করেন বলে নবান্ন সূত্রে খবর৷

আরও পড়ুন ::

Back to top button