Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রযুক্তি

ChatGPT-কে টক্কর দিতে এবার আসরে ইলন মাস্ক, আনলেন নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সংস্থা xAI

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Elon Musk xai : ChatGPT-কে টক্কর দিতে এবার আসরে ইলন মাস্ক, আনলেন নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সংস্থা xAI - West Bengal News 24

ChatGPT-কে টক্কর দিতে এবার আসরে নামলেন ইলন মাস্ক। নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সংস্থা xAI লঞ্চ করলেন তিনি। ইলন মাস্কই এক সময় স্যাম অল্টম্যানের সঙ্গে OpenAI সংস্থাটি খুলেছিলেন, যে সংস্থা 2022 সালের শেষে বিশ্বদরবারে চ্যাটজিপিটি এনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবটের নতুন দিগন্তের উন্মোচন করে।

কিন্তু OpenAI থেকে অনেক আগেই সরে এসেছিলেন ইলন। কয়েক মাস আগেই ChatGPT-র সাফল্যে সংস্থাটির ‘দুর্বল’ মতাদর্শ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মাস্ক। সেই জায়গা থেকেই নিজস্ব একটি AI-নির্ভর প্ল্যাটফর্ম নিয়ে এলেন তিনি। ইলন মাস্কের লক্ষ্য তাঁর এই xAI প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে AI গবেষণায় একটি নতুন সীমানা তৈরি করা।

এহেন মাস্ক হলেন টেসলা, স্পেসএক্স এবং টুইটারেরও সিইও। তাঁর নতুন প্রযুক্তি সংস্থা xAI এর হেড অফিসটি তিনি তৈরি করেছেন সান ফ্রান্সিসকোর বে এলাকায়। নতুন স্টার্টআপটি বিশিষ্ট AI গবেষকদের নিয়ে তৈরি হয়েছে। ওপেনএআই, গুগল, মাইক্রোসফটের মতো সংস্থাগুলি থেকে বেছে xAI এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণা দলটি তৈরি করা হয়েছে।

টুইটারের প্যারেন্ট কোম্পানি X Corp দ্বারাই স্বতন্ত্র ভাবে চালিত হবে xAI। সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাস্তবতা বোঝার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্যই এই মিশনের উপরে জোর দেওয়া হয়েছে। নৈতিক অনুশীলন এবং দায়িত্বশীল AI ডেভেলপমেন্ট নিশ্চিত করতে xAI-এর দলটির নেতৃত্ব দেবেন ড্যান হেন্ড্রিক্স।

সান ফ্রান্সিকোর AI সুরক্ষাকেন্দ্রের নেতৃত্ব দিচ্ছেন এই ড্যানই। এই সংস্থার লক্ষ্য, AI-এর দ্রুত অগ্রগতির বিরুদ্ধে মানুষকে সতর্ক করা। সম্প্রতি সংস্থাটির তরফে বিশ্ব নেতাদের কাছে একটি খোলা চিঠিও পাঠানো হয়ছে। সেখানে বলা হয়েছে, এই প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত অস্তিত্বগত ঝুঁকিগুলি মহামারী এবং পারমাণবিক যুদ্ধের সঙ্গে তুলনীয়।

AI যে কতটা বিপজ্জনক, তা নিয়ে অনেক আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন ইলন মাস্ক। মানবতার অস্তিত্বের সবথেকে বড় হুমকি হিসেবে AI-কে উল্লেখ করেছেন তিনি। সে সময় তিনি AI এর দ্রুত অগ্রগতিকে ‘দানবকে’ ডেকে আনার সঙ্গে তুলনা করেছিলেন। xAI চালু করার মধ্যে দিয়ে ইলন মাস্ক AI ডেভেলপমেন্টের অগ্রভাগে নিজেকে নিয়ে যেতে চাইছেন। পাশাপাশি AI শিল্পকে গাইড করার জন্য তার বাস্তবতা বোঝার জন্য একটি নতুন পথ তৈরি করাই মাস্কের লক্ষ্য।

2015 সালে স্যাম অল্টম্যানের সঙ্গে জুটি বেঁধে OpenAI নামক সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন ইলন মাস্ক। সে সময় তিনি ভেবেছিলেন, AI এর অগ্রগতির জন্য গুগলের দৃষ্টিভঙ্গি অত্যন্ত তাড়াহুড়ো এবং দায়িত্বজ্ঞানহীন। সেই জায়গা থেকেই তিনি এআই নিয়ে মানুষের কাছে সঠিক বার্তা, যুক্তিগ্রাহ্য প্রোডাক্ট তুলে দিতে স্যাম অল্টম্যানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। পরবর্তীতে অটো ইন্ডাস্ট্রিতে Tesla-কে আরও প্রসারিত করার লক্ষ্যে 2018 সালে OpenAI এর সঙ্গ ত্যাগ করেন।

আরও পড়ুন ::

Back to top button