গত বুধবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ভেকুটিয়া এবং বয়াল অঞ্চল৷ অভিযোগ, এদিন বিনা প্ররোচনায় তৃণমূল কর্মীদের উপরে হামলা চালায় স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ৷ ঘটনায় আহত হন অন্তত ১৪ জন তৃণমূল (Trinamool Congress) কর্মী৷ তাঁরা প্রত্যেকেই কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধানী৷ এদিন দলের সেই ১৪ জন কর্মীকে দেখতে SSKM-এ যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
শুক্রবার বিকেল ৫টা নাগাদ এসএসকেএমে ঢোকেন অভিষেক৷ দেখা করেন আহত তৃণমূল (Trinamool Congress) কর্মীদের সঙ্গে৷ ট্রমা কেয়ার সেন্টারে আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন৷ তারপরে যান উডবার্ন ব্লকে। সেখানেও এক তৃণমূল কর্মী ভর্তি রয়েছেন বলে খবর।
আহত কর্মীদের দেখে বেরিয়েই হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তারপরে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে ধেয়ে আসে একের পর এক তোপ৷ অভিষেক বলেন, ‘‘গতকাল নন্দীগ্রামে ভেকুটিয়া আর বয়ালে বিজেপির একাংশের মদতে সন্ত্রাস হয়েছে। ১৪ জন সহকর্মী কলকাতায় এসেছেন। তাদের দেখতে এসেছিলাম। পূর্ব মেদিনীপুরের তমলুকের শহর সভাপতি চঞ্চল খাঁড়াকেও দেখলাম। পায়ের মাটি সরে গেছে বিজেপির।’’
অভিষেকের (Abhishek Banerjee) অভিযোগ, লড়াই করতে না পেরেই অশান্তি ছড়াচ্ছে বিজেপি। এমনকি, মহিলাদের বাড়িতে গিয়ে খুন-ধর্ষণ করার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, স্বামী, স্ত্রী তো বটেই, তাঁদের ছোট শিশুকেও মারধর করা হয়েছে। বয়ালে জেতা সদস্যকে, তাঁদের বাড়িতে গিয়ে ভয় দেখিয়েছে। অভিষেক জানান, তিনি ২০ জনের নাম নিয়েছেন। সেই নামগুলি মুখ্যমন্ত্রীকে দেবেন।